আর সাপের ছবি করব না : মুনমুন

Looks like you've blocked notifications!

এফডিসিতে চলছে ‘দুই রাজকন্যা’ ছবির শেষ লটের শুটিং। ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন জাবেদ-জাহিদ (জাবেদ মিন্টু, জাহিদ হোসেন এ্যাপোলো)। ছবির মূল ভূমিকায় অভিনয় করছেন নায়িকা মুনমুন, দুই রাজকন্যার চরিত্রে অভিনয় করছেন তানিন সুবহা ও সাদিয়া আফরিন। ছবির মাধ্যমে আবারও সাপের চরিত্রে অভিনয় করছেন মুনমুন। তবে তিনি জানালেন, এই ছবির পর আর এমন চরিত্রে অভিনয়ের ইচ্ছে নেই তাঁর।

নায়িকা মুনমুন এনটিভি অনলাইনকে বলেন, ‘এই ছবির মধ্যমে অনেক বছর পর আমি পোশাকি ছবিতে অভিনয় করছি। এই ছবিতে আমাকে সাপের চরিত্রে দেখা যাবে। এর আগেও আমি দুটি সাপের ছবিতে অভিনয় করেছি। এ ধরনের ছবিতে কাজ করতে ভালোই লাগে। তবে আমি সিদ্ধান্ত নিয়েছি সাপের চরিত্রে আর অভিনয় করব না।’

কেন সাপের চরিত্রে অভিনয় করবেন না জানতে চাইলে মুনমুন বলেন, ‘এর আগে আমি যে সাপের ছবিতে অভিনয় করেছি সেই দুটি ছবিই ছিল সুপারহিট। এখন যে ছবিটি করছি, সেটি ভালো ব্যবসা করবে আশা করি। এই ধরনের চরিত্রে আর অভিনয় করব না, কারণ এক ধরনের চরিত্রে বার বার অভিনয় করলে দর্শকদের কাছে একঘেয়েমি চলে আসে। আমি দর্শকদের সামনে বিভিন্ন চরিত্রে নিয়ে হাজির হতে চাই। তা ছাড়া দুটি সাপের ছবি করেছিলাম, দুটিই হিট করেছে, এখন যদি হিট না দিতে পারি সেটা আমার ক্যারিয়ারের জন্য খারাপ হবে।’

‘দুই রাজকন্যা’ নিয়ে কতটা আশাবাদী জানতে চাইলে মুনমুন বলেন, ‘এই ছবির গল্পটা অনেক ভালো, যে কারণে অভিনয় করতে রাজি হয়েছিলাম। কাজ করতে গিয়ে দেখেছি পরিচালক দুজন অনেক কষ্ট করে কাজটি করছেন, সময় নিয়ে কাজ করছেন। এই কারণে আমি সত্যি এখন একটু বেশি আশাবাদী। আমার মনে হয় দীর্ঘদিন পর এ ধরনের ছবি দর্শক পছন্দ করবেন।’

চলচ্চিত্রের কাজে আপনাকে কম দেখা যাচ্ছে কেন—এমন প্রশ্নের জবাবে মুনমুন বলেন, ‘আগামী দুই মাস আমি ছবিতে সময় দিতে পারব না। আমি শীতের সময়টা সারাদেশে মঞ্চে ঘুরে বেড়াই। ছয় মাস আমার প্রচুর স্টেজ পারফর্ম থাকে। এ কারণে আমি ছবিতে সময় দিতে পারি না। প্রচুর ছবির অফার আছে কিন্তু আমি সময় দিতে পারছি না।’

চলচ্চিত্রে চেয়ে স্টেজকে বেশি গুরুত্ব দিচ্ছেন কি? এমন প্রশ্নের জবাবে মুনমুন বলেন, ‘আমি চলচ্চিত্রের সৃষ্টি, যে কারণে চলচ্চিত্রকেই বেশি প্রাধান্য দিতে হয়। কিন্তু আমার স্টেজ শো করতে অনেক ভালো লাগে। সেখানে মানুষ আমাকে সরাসরি দেখেন, ভালোবাসেন। আমার হাজারও দর্শক ছুটে আসেন আমাকে দেখার জন্য, এটা আমি খুব উপভোগ করি।’