বুড়ি আলী মিশু নাঈমের শুভেচ্ছা
এনটিভি অনলাইন প্রতিদিনই জনপ্রিয় হয়ে উঠছে পাঠকের কাছে। দেশে এবং বিদেশে পাঠক নিয়মিত পড়ছেন এনটিভি বিডি ডট কম। আর সেই সঙ্গে জানাচ্ছেন ইতিবাচক প্রতিক্রিয়া ও শুভেচ্ছা। শুভেচ্ছা জানাচ্ছেন এ দেশের টিভি তারকারাও। এনটিভিতে প্রচারিত জনপ্রিয় নাটক ‘ফ্যামিলি প্যাক’-এ অভিনয় করছেন মিশু সাব্বির ও নাসিমা আলী। ‘ফ্যামিলি প্যাক’ নাটকের বনানী সেটে এসেছিলেন নাঈম। এনটিভি অনলাইন নিয়ে তাঁরা জানিয়েছেন তাঁদের প্রত্যাশার কথা।
মিশু সাব্বির
অভিনেতা
এনটিভিতে প্রচারিত আমার দুটি নাটক ‘হাউসফুল’ এবং ‘হ্যালো’ দিয়ে আমি দর্শকদের মাঝে মিশু সাব্বির নামে পরিচিতি পেয়েছি। এনটিভির সঙ্গে আমি সব সময় আছি। এনটিভির নতুন সংযোজন এনটিভি বিডি ডট কমের প্রতি রইল অনেক শুভেচ্ছা।
বুড়ি আলী
অভিনেত্রী
এনটিভি বিডি ডট কমের প্রতি আমার অনেক শুভ কামনা। এটা আমাদের জন্য সুখবর, কারণ আমরা একই সঙ্গে খবর পড়তে পারব এবং অনলাইনে নাটকও দেখতে পাব।
নাইম
অভিনেতা
ক্লাসে যখন আমাদের পছন্দের কোনো শিক্ষক আসেন, তখন আমরা তাঁকে বাড়তি সম্মান দেখাই। এনটিভি এ রকম একটি চ্যানেল যেখানে সব দর্শকদের আলাদা আগ্রহ কাজ করে। আমি মনে করি, এনটিভি চ্যানেলের মতো এনটিভি অনলাইনও সবার মন জয় করবে এবং অনেক দূর এগিয়ে যাবে।