হাসপাতালে সোনম!
আমরা ধরেই নিই বড়পর্দার তারকারা মাটির দুনিয়ার মানুষ নন, আমরা ভাবি তাঁরা অন্য জগতের মানুষ। তাঁরাও যে হাঁটেন, সাধারণ মানুষের মতোই দিনে দু-তিনবেলা খান কিংবা সময়ে সময়ে ঘুমোতে পারেন; এই সচরাচর বিষয়গুলোও যেন মানতে নারাজ আমাদের মন। কিন্তু বাস্তবতা হলো, তাঁরাও রক্ত-মাংসের মানুষ। তাঁদেরও অসুখ-বিসুখ হয়! বলছিলাম বলিউড নায়িকা সোনমের কথা। উনি অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে।
‘ডলি কি ডোলি’ ঠিকঠাক চলতে না চলতেই ‘ডলি’র তবিয়ত কাহিল! এনডিটিভির খবরে আর সোশ্যাল মিডিয়ায় হরদম আপডেট সোনমের টুইটার পোস্টে জানা গেল তাঁর অসুখের কথা। অসুস্থতা নাকি একদম সইতে পারেন না তিনি!
অবশ্য বড় কোনো ব্যামো বাধিয়ে বসেননি সোনম। মৌসুমি সর্দি কাশিটাই হয়েছে, কিন্তু সংক্রমণ হয়েছে ভালোই। ফলে শ্বাসকষ্টের ঝামেলা পোহাতে হচ্ছে এখন। সুরজ বারজাতিয়ার নতুন ছবি ‘প্রেম রতন ধান পায়ো’র শুটিং করছিলেন মহারাষ্ট্রের কারজাটে, সেখানেই হঠাৎ এই বিপত্তি। ফল, শুটিং থেকে সোজা হাসপাতাল! হাসপাতালে এসে টুইটারে ছবিসমেত পোস্ট দিয়ে জানান দিলেন অসুস্থতার কথা। শ্বাসকষ্টকে শাপ-শাপান্ত সোনমের টুইট-‘হেইট বিইং সিক’!
তবে হাসপাতালে নেহায়েত শুয়ে বসে আর ফেসবুক টুইটারে স্ক্রল করে সময় কাটছে না তাঁর। আস্ত একটা বইও এর মধ্যে পড়ে শেষ করেছেন। গৌতম চিন্তামণির লেখা প্রয়াত মহাতারকা রাজেশ খান্নার আত্মজীবনীটি পড়েছেন সোনম। জানিয়েছেন, খুবই চমৎকারভাবে লেখা বইটি।
সালমান খানের সাথে অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় এসেছিলেন সোনম (‘সাওয়ারিয়া’ ছবির কথা)। ‘প্রেম রতন ধান পায়ো’তে দ্বিতীয়বারের মতো একসাথে কাজ করছেন সালমান-সোনম জুটি।