‘হাফ গার্লফ্রেন্ড’ হতে বাস্কেটবল শিখছেন শ্রদ্ধা
চলছে ‘হাফ গার্লফ্রেন্ড’ হওয়ার প্রস্তুতি, নামে ‘হাফ’ হলেও এর জন্য পূর্ণ প্রস্তুতিই নিতে হচ্ছে শ্রদ্ধা কাপুরকে। ‘হাফ গার্লফ্রেন্ড’ আসলে শ্রদ্ধার পরবর্তী চলচ্চিত্রের নাম। সেখানে শ্রদ্ধাকে দেখা যাবে একজন ধনী মেয়ে রিয়া সোমানির চরিত্রে। আর চরিত্রের প্রয়োজনেই তাঁকে শিখতে হচ্ছে বাস্কেটবল খেলা। শুধু শ্রদ্ধা কাপুরই নন, সহ-অভিনেতা অর্জুন কাপুরকেও শ্রদ্ধা কাপুরের সঙ্গে ঝালাই করতে হচ্ছে বাস্কেটবল খেলার কলাকৌশল।
টাইমস অব ইন্ডিয়ার খবর থেকে জানা গেল, খেলাটি বেশ উপভোগ করছেন এই অভিনেত্রী। তিনি বলেন, এটা তাঁর কাছে চমৎকার ও ভিন্ন রকম এক অভিজ্ঞতা। তবে অর্জুন কাপুর আগে থেকেই বাস্কেটবল খেলাটা জানেন। তাই শ্রদ্ধা কাপুরের মতো অতটা ঘাম ঝরাতে হচ্ছে না তাঁকে। চলচ্চিত্রটির পরিচালক মোহিত সুরি বলেন, ‘শ্রদ্ধা এক মাস ধরে প্রতিদিন কয়েক ঘণ্টার জন্য বাস্কেটবল কোর্টে খেলাটি কঠোর অনুশীলন করেছে, যতক্ষণ পর্যন্ত না সে খেলাটা রপ্ত করতে পেরেছে।’
রোমান্টিক-কমেডি ঘরানার ‘হাফ গার্লফ্রেন্ড’ চলচ্চিত্রটি চেতন ভগতের উপন্যাস অবলম্বনে বানানো হচ্ছে। ছবিটির চিত্রনাট্য লিখেছেন রিমা কাগতি। চলচ্চিত্রটি প্রযোজনা করছেন শোভা কাপুর, একতা কাপুর, মোহিত সুরি ও চেতন ভগত।
ছবিটি মোহিত সুরির পরিচালনায় শ্রদ্ধা কাপুরের তৃতীয় চলচ্চিত্র। এর আগেও মোহিত সুরির পরিচালনায় ‘আশিকি-২’ ও ‘এক ভিলেন’ ছবিতে অভিনয় করেছিলেন শ্রদ্ধা।