জীবনের কথায় তানজীবের অ্যালবাম ‘এভাবেই’

Looks like you've blocked notifications!
গীতিকার রবিউল ইসলাম জীবনের সঙ্গে তানজীব। ছবি : সংগৃহীত

বাংলা নববর্ষ উপলক্ষে এই সময়ের সংগীতশিল্পী তানজীব সারোয়ারের তিন গানের ইপি অ্যালবাম শিগগির প্রকাশ করবে লেজার ভিশন। অ্যালবামের নাম ‘এভাবেই’।

অ্যালবামের সব গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর করেছেন তানজীব সারোয়ার নিজেই। সংগীত পরিচালনা করেছেন  ইমন চৌধুরী। অ্যালবামের গানগুলোর শিরোনাম হলো ‘এভাবেই’, ‘তুমি বলো না’ এবং ‘তুই ছাড়া মোর’। এবারই প্রথম রবিউল ইসলাম জীবনের কথায় গান গাইলেন তানজীব।

এ প্রসঙ্গে রবিউল ইসলাম জীবন বলেন, ‘এ সময়ের শিল্পীদের মধ্যে আমার পছন্দের একজন তানজীব সারোয়ার। তাঁর বেশ কয়েকটি গান জনপ্রিয়। প্রথমবারের মতো তাঁর সঙ্গে প্রজেক্ট করলাম। পুরো কাজটি নিয়ে আমি খুব উচ্ছ্বসিত! আশা করি গানগুলোর শ্রোতাদের পহেলা বৈশাখের আনন্দে বাড়তি মাত্রা যোগ করবে।’

তানজীব সারোয়ার বলেন, ‘রবিউল ইসলাম জীবন ভাই দেশের অনেক জনপ্রিয় গানের গীতিকার। আগে থেকেই পরিকল্পনা ছিল তাঁর সঙ্গে কাজ করার। এবার কাজ করা হলো। সব মিলিয়ে ভালো একটা অ্যালবাম দাঁড়িয়েছে। আমার বিশ্বাস গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।’

তানজীব আরো জানান, কিছুদিনের মধ্যে বড় পরিসরে অ্যালবামের একটি গানের ভিডিও ভিডিও প্রকাশ করা হবে।