বালিতে স্পর্শীয়ার ‘ব্যাচেলর পার্টি’!

Looks like you've blocked notifications!

কয়েক দিন পর স্পর্শীয়ার বিয়ে। স্পর্শীয়ার বাবা নিজেই মেয়ের জন্য পাত্র ঠিক করেছেন। বিয়ের আগে শেষবারের মতো ব্যাচেলর পার্টি করার জন্য ইন্দোনেশিয়ার বালিতে পাড়ি জমান স্পর্শীয়া। এ রকম একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘এখানে সাগর নীল’।

মাহাদী হাসানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাখাওয়াৎ মানিক।

সাখাওয়াৎ মানিক বলেন, ‘নাটকটি রোমান্টিক। বিয়ের আগে ব্যাচেলর পার্টি করার জন্য স্পর্শীয়া তাঁর দুই বন্ধু তানভীর ও নাদিয়াকে নিয়ে বালিতে যান। বন্ধুদের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘোরেন তিনি। ঘোরার ফাঁকে ইমনের সঙ্গে হঠাৎ পরিচয় হয় স্পর্শীয়ার। ইমন পেশায় একজন স্থপতি। পরিচয়ের পর দুজনের প্রেমের সম্পর্ক তৈরি হয়। বালিতে সবার সঙ্গে ভালো সময় কাটে স্পর্শীয়ার। কিন্তু বাংলাদেশে ফেরার পর দ্বিধায় পড়ে যান স্পর্শীয়া। বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করবেন, নাকি ইমনকে? এভাবে নাটকের গল্প নতুন মোড় নেয়।’

টাইমস ইনোভেশন প্রযোজিত নাটকটি আগামী ২১ এপ্রিল শুক্রবার রাত ৮টা ১০ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে বলে জানান পরিচালক সাখাওয়াৎ মানিক।