সিরাজগঞ্জের গল্প নিয়ে আসছে ‘মিলন সেতু’
চলচ্চিত্রের নাম ‘মিলন সেতু’, পরিচালনা করেছেন মিজানুর রহমান মিজান। তিনিই জানালেন সিরাজগঞ্জের বাস্তব ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। আরো জানালেন, সাইফুর ইসলাম প্রযোজিত ছবিটি মুক্তি পাবে আগামী ৫ মে।
প্রযোজক সাইফুল ইসলাম বলেন, ‘ছবির গল্পটি আমিই রচনা করেছি, সিরাজগঞ্জের বেলকুচির তালুকদার ও তাঁতি সম্প্রদায়ের বাস্তবে ঘটে যাওয়া একটি গল্প নিয়ে এই ছবিটি নির্মাণ করা হয়েছে। আমার মনে হয় এই ছবিতে দর্শক যেমন মৌলিক গল্পের একটি ছবি পাবে, তার সঙ্গে সিরাজগঞ্জের তাতি সম্প্রদায়ের ওপর একটি ধারণা পাবে।’
পরিচালক মিজানুর রহমান মিজান বলেন, “আমার পরিচালনায় এটি প্রথম ছবি। ‘মিলন সেতু’ সম্পূর্ণ মৌলিক কাহিনীর একটি ছবি। আপনারা হলে গিয়ে ছবিটি দেখবেন। সিরাজগঞ্জের বেলকুচি ও শাহজাদপুর থানার দুটি সম্প্রদায় নিয়ে এই ছবির গল্প। তালুকদার ও তাঁতি এই দুটি সম্প্রদায়ের মধ্যে কখনো মিল ছিল না। তাদের মাঝে সব সময় দ্বন্দ্ব লেগেই থাকত। এরা একে অপরকে গালি দিত। তালুকদারদের গালি দিত চাষা বলে, আর তাঁতিদের গালি দিত জোলা বলে। এই কারণে তাদের মধ্যে সব সময় একটি প্রতিহিংসা কাজ করত। তাদের মধ্যে কখনো বিয়ে শাদি হতো না। ছবির গল্পে এই দুই সম্প্রদায়ের একটি ছেলে ও একটি মেয়ের ভালোবাসা হয়। এই ভালোবাসাকে কেন্দ্র করে নানান ধরনের ঘটনা ঘটতে থাকে। ছবিটিতে ছয়টি গান রয়েছে। পাঁচটি গানের নৃত্য পরিচালনা করেছেন সাইফুল ইসলাম।’
‘মিলন সেতু’ ছবির মূল ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়ক ফাহিম চৌধুরী ও চিত্রনায়িকা শারমিন আক্তার প্রেমা। আরো আছেন আলীরাজ, প্রয়াত মিজু আহমেদ, রেবেকা, রেহানা জলি প্রমুখ। ছবিটি আসছে জেডএস মাল্টিমিডিয়ার ব্যানারে।