১৩ বছর বয়সে ফিরতে ইচ্ছে করছে : স্পর্শীয়া

অভিনেত্রী অর্চিতা স্পর্শীয়া সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘সমাপ্তি’ নাটকে অভিনয় করেছেন। বি ইউ শুভর পরিচালনায় নাটকটির নাট্যরূপ দিয়েছেন শফিকুর রহমান শান্তনু। নাটকটিতে কাজের অভিজ্ঞতা ও অন্যান্য প্রসঙ্গে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন স্পর্শীয়া।
আপনি তো প্রথমবারের মতো রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে নাটকে অভিনয় করলেন। কেমন লাগল মৃন্ময়ী চরিত্রে অভিনয় করে?
স্পর্শীয়া : আমার বয়স ২৩ আর মৃন্ময়ীর বয়স ১৩। আমার তো ১৩ বছর বয়সে ফিরতে ইচ্ছে করছে। মৃন্ময়ী অনেক পবিত্র একটা মেয়ে। অনেক সরল। সমাপ্তি গল্পটা অনেক আগে পড়া হয়েছিল। তখনই গল্পটা মনে ধরে। এখন তো এই নাটকে অভিনয় করে দারুণ লেগেছে। এখন ভাবছি, জীবনটা যদি মৃন্ময়ীর মতো হতো! মৃন্ময়ী চরিত্র পর্দায় জানি না কতটুকু ফুটিয়ে তুলতে পেয়েছি, তবে আমার নিজের কাজের অভিজ্ঞতা ফাটাফাটি।
নাটকের শুটিং কোথায় হয়েছিল?
স্পর্শীয়া : মানিকগঞ্জের বালিয়াতি রাজপ্রাসাদে। ওই এলাকায় কালীগঞ্জ নামে একটা নদীও আছে। সেখানেও আমরা শুটিং করেছিলাম। নাটকে আমার শাশুড়ি চরিত্রে অরুণা বিশ্বাস ও বর মানে অপূর্ব চরিত্রে এস এন জনি অভিনয় করেছেন।
শুটিংয়ের সময় নাকি অনেক সেলফি তুলেছেন?
স্পর্শীয়া : মৃন্ময়ীর সময়গুলো ধারণ করে রেখেছি। চরিত্রের গেটআপ সেকালের ছিল। সব সময় তো এমন চরিত্রে অভিনয় করা হয় না। তাই মনে হয়, একটু বেশিই সেলফি তুলেছি।
শুনলাম আবারও মিউজিক ভিডিওর মডেল হতে যাচ্ছেন?
স্পর্শীয়া : একটা লোকগানের ভিডিওচিত্রের মডেল হওয়ার কথা রয়েছে। ভিডিওটি বানাবেন পরিচালক রেদওয়ান রনি। কিছুদিন পরই শুটিং হবে। ময়মনসিংহে শুটিং হওয়ার কথা। প্রস্তুতি নিচ্ছি।
ঈদের নাটকের কাজের কী খবর?
স্পর্শীয়া : এবার ঈদেও বেশ কিছু নাটকে আমাকে দেখা যাবে। আগামী মাসের প্রথম সপ্তাহে মেহের আফরোজ শাওন পরিচালিত একটি নাটকে অভিনয় করব। শাওন আপু একজন নির্মাতা হিসেবে যেমন ভালো, তেমনি একজন ভালো মানুষও। আমাকে অনেক আদর করেন তিনি। আমিও তাঁকে অনেক শ্রদ্ধা করি ও ভালোবাসি।