সহকারী চিত্রপরিচালক সমিতির সাধারণ সভা

Looks like you've blocked notifications!

আগামী ১৯ মে শুক্রবার এফডিসিতে জহির রায়হান ভিআইপি অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ সহকারী চিত্রপরিচালক সমিতির সাধারণ সভা। সভায় সংবিধান (গঠনতন্ত্র) সংশোধনীসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি এসআই ফারুক।

ফারুক এনটিভি অনলাইনকে বলেন, ‘১৯ মে শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হবে আমাদের সাধারণ সভা। এই সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। তার মধ্যে সংবিধান সংশোধনও করা হবে। আমরা মনে করি, সংবিধান সময়োপযোগী থাকা প্রয়োজন। বর্তমানে যে কমিটি কাজ করছে, সেই কমিটিকে সাধারণ সদস্যরা পূর্ণ প্যানেলে পাস করিয়েছে, যা এই সমিতির ইতিহাস। যে কারণে আমাদের কিছু দায়িত্ব আছে বলে মনে করি।’

ফারুক আরো বলেন, ‘আমাদের সাধারণ সভা ১২ বছর ধরে হচ্ছে না। যে কারণে আমরা এ আয়োজন করেছি। আমরা চাই, একটি সংগঠন যেন চলচ্চিত্রের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। আজ আমরা যে প্যানেল আছি, ভবিষ্যতে হয়তো এখানে অন্য কেউ এসে কাজ করবে। কিন্তু এমন একটি গঠনতন্ত্র চাই, যা দিয়ে সবাই সঠিকভাবে কাজ করতে পারবেন। আমাদের সদস্যদের সবার অংশগ্রহণে সাধারণ সভাটি অর্থবহ হবে বলে আমি মনে করি।’