দীঘির জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য থানায় জিডি : সুব্রত

Looks like you've blocked notifications!

জনপ্রিয় শিশুশিল্পী দীঘির জাতীয় চলচ্চিত্র পুরস্কারটি অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি। তাই এবার থানায় জিডি করার সিদ্ধান্ত নিয়েছেন দীঘির বাবা ও অভিনেতা সুব্রত। তিনি বলেন, ‘এই মুহূর্তে ‘রাজাবাবু’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছি, তবে এই সপ্তাহের মধ্যেই থানায় যাব। নিজের বাসা থেকেই দীঘির জাতীয় চলচ্চিত্র পুরস্কারটি হারিয়ে যায়।’

দীঘির বাবা অভিনেতা সুব্রত এনটিভি অনলাইনকে আরো বলেন, ‘বাসার শেলফে তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার সাজানো ছিল। সেখান থেকে একটির সন্ধান মিলছে না। কয়েক দিন আগে দীঘির পুরস্কারের শেলফটি গোছাতে গিয়ে দেখি তিনটি পুরস্কারের একটি নেই। ‘এক টাকার বউ’ চলচ্চিত্রের জন্য যে পুরস্কারটি পেয়েছিল সেটি নেই। এরপর অনেক খোঁজা হয়েছে বাসায়, কিন্তু কোথাও নেই। কে সরিয়েছে, কীভাবে খোয়া গেল কিছুই বুঝতে পারছি না। শুরুতে বিষয়টিকে গুরুত্ব না দিলেও এখন ভাবছি থানায় জেনারেল ডায়েরি (জিডি) করব।’

পুরস্কার হারানো নিয়ে দীঘি বলেন, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১২ সালে ‘এক টাকার বউ’ চলচ্চিত্রের জন্য এই পুরস্কারটি পেয়েছিলাম। কবে হারানো গেছে বুঝতে পারিনি। শেলফে তো অনেক পুরস্কার, এর মধ্য থেকে একটি না থাকলে খুব একটা বোঝা যায় না। সেদিন শেলফ গোছাতে গিয়ে দেখা গেল তিনটির মধ্যে ‘এক টাকার বউ’ চলচ্চিত্রের পুরস্কারটি নেই। পুরস্কারগুলো আমার অভিনয় জীবনের অর্জন। কে বা কারা এটি চুরি করেছে জানি না। তবে তাদের পুরস্কারটি ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।’

সর্বাধিক তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা শিশুশিল্পী হয়েছেন দীঘি। প্রথমবার 'কাবুলিওয়ালা'র জন্য, এরপর 'এক টাকার বউ' ও 'চাচ্চু আমার চাচ্চু'র জন্য এই পুরস্কারগুলো পান। কিন্তু এরই মধ্যে 'এক টাকার বউ'-এর জন্য পাওয়া পুরস্কারটি তাঁর বাসা থেকে চুরি হয়ে গেছে।

দীঘি দুই বছর ধরে অভিনয় করছেন না। সাময়িক অবসর নিয়েছেন বলতে পারেন। তাই শিগগিরই কোনো চলচ্চিত্রে দেখা যাবে না জনপ্রিয় এই শিশুশিল্পীকে।