বন্ধুরা এখন আমাকে ডাকে সারপ্রাইজ মাস্টার : নাবিলা

তারকাদের চমকে দেওয়ার অনুষ্ঠান ‘এক ডিশ দুই কুক’। একুশে টিভিতে প্রচারিত অনুষ্ঠান এরই মধ্যে আলোচনায় এসেছে। শাহরিয়ার শাকিলের পরিচালনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন নাবিলা। আজ বৃহস্পতিবার রাত ১০টায় অনুষ্ঠানটির সিজন একের শেষ পর্ব প্রচারিত হবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করার অভিজ্ঞতা ও অন্যান্য বিষয় নিয়ে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন নাবিলা।
এনটিভি অনলাইন : ‘এক ডিশ দুই কুক’ তারকাদের নিয়ে একটি ব্যতিক্রমী অনুষ্ঠান। উপস্থাপনা করে কেমন লেগেছে?
নাবিলা : সত্যি কথা বলতে অনুষ্ঠানের প্রথম পর্ব থেকে আমি খুব উচ্ছ্বসিত ছিলাম। এই অনুষ্ঠানের নিয়মিত কিছু দর্শক আমরা পেয়েছি যাঁরা প্রতি সপ্তাহে অনুষ্ঠানটি টিভিতে দেখার জন্য অপেক্ষা করত। অনুষ্ঠানটির ব্যাপারে আমাকে দর্শকরা নিয়মিত খুদে বার্তা পাঠাতেন। আজ অনুষ্ঠানটির সিজন ওয়ানের শেষ পর্ব প্রচারিত হবে। অনেক মিস করব ‘এক ডিশ দুই কুক’।
এনটিভি অনলাইন : আবার কবে থেকে অনুষ্ঠানটি শুরু হবে?
নাবিলা : এখনো নির্ধারিত হয়নি। দর্শকের কথা ভেবে আমরা বিরতি নিচ্ছি। কারণ আমরা চেয়েছি দর্শকরা এক টানা অনুষ্ঠানটি দেখে যাতে বিরক্ত না হয়। কথা দিচ্ছি, ‘এক ডিশ দুই কুক’ নিয়ে আবারও ফিরব। আরো ভালো প্রস্ততি নিয়ে আমাদের ফেরার ইচ্ছে রয়েছে।
এনটিভি অনলাইন : অনুষ্ঠানটি নিয়ে আপনার মিডিয়ার বাইরের বন্ধুরা কী বলে?
নাবিলা : আমার বন্ধুরা এখন আমাকে ডাকে সারপ্রাইজ মাস্টার। তারা সবাই এই অনুষ্ঠানটি দেখতে ভীষণ পছন্দ করে। মজার ব্যাপার হলো, কোনো বন্ধুকে চমকে দেওয়ার জন্য এখন সবাই আমাকেই পরামর্শ দিতে বলে। আমিও বিভিন্ন টিমস দিয়ে থাকি। আর কাকতালীয়ভাবে আমাদের নিজেদের সারপ্রাইজ অনুষ্ঠানেও কোকাকোলা থাকে যেটা ‘এক ডিশ দুই কুক’ অনুষ্ঠানেও আমরা রাখি।
এনটিভি অনলাইন : এ পর্যন্ত অনুষ্ঠানটির ১২টি পর্ব প্রচারিত হয়েছে। কোন পর্বটি আপনার কাছে বেশি স্পেশাল?
নাবিলা : সবই। আলাদা করে বলা কঠিন। তবে আজকের মানে ১৩তম পর্বটি দারুণ হয়েছে। অনেক চমক থাকবে। আজকের পর্বে অংশ নিয়েছেন সারিকা, জান্নাতুল পিয়া ও সাফা কবির। বলতে পারেন, খুব বেশি স্পেশাল কিছু ঘটতে যাচ্ছে আজ। আর তিশা ও ফারুকী ভাইয়ার পর্বটিও দারুণ ছিল। তিশার রান্নার জন্য কলাপাতা দরকার ছিল। রাস্তায় গাড়ি থামিয়ে অন্যের বাসা থেকে সেই পাতা আমরা সংগ্রহ করেছিলাম। এটা অনেক মজার ছিল। এ ছাড়া নাঈম ভাইয়া ও নাদিয়া আপুর পর্বটিতেও খুব মজার ঘটনা ঘটেছিল। হঠাৎ করে পর্বটিতে সিয়াম, জোভান এরা ঢুকে গিয়েছিল। অনুষ্ঠানটি সম্পর্কে তাঁদের একদম ধারণা ছিল না। আসলে এই অনুষ্ঠান সম্পর্কে ভালো লাগার অনুভূতিগুলো বলে শেষ করা যাবে না।