এফডিসি

সমিতিতে হাতাহাতি নিয়ে বিব্রত পরিচালকরা

Looks like you've blocked notifications!

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি নিয়ে দুদিন ধরেই এফডিসির ভেতরে ও বাইরে চলছে নানা বিতর্ক। নায়করাজ রাজ্জাককে নিয়ে সমিতির মহাসচিব পরিচালক বদিউল আলম খোকন বাজে মন্তব্য করেছেন এমন খবর গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর থেকে আলোচনা ও সমালোচনা চলছে। এর আগে রাজ্জাক পরিবারের সঙ্গেও দ্বন্দ্বে জড়ান বদিউল আলম খোকন। শাকিব খানকে নিষিদ্ধ প্রসঙ্গে পরিচালক সমিতির সমালোচনা করেছিলেন বাপ্পারাজ। সেখান থেকেই সমিতির সঙ্গে রাজ্জাক পরিবারের দ্বন্দ্বের শুরু। সেটারই জের ধরে গত শনিবার কথা কাটাকাটি হয় এফডিসিতে পরিচালক সমিতির কার্যালয়ে।

সমিতির যুগ্ম মহাসচিব শাহিন সুমন এনটিভি অনলাইনকে খুলে বলেন সেদিনের ঘটনা। তিনি বলেন, ‘আমরা প্রতিদিনের মতোই এফডিসিতে আড্ডা দিচ্ছিলাম। চলচ্চিত্রের বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে কথা হচ্ছিল। কলকাতা আমাদের বাজার দখল করছে, কেন আমরা তা কাটিয়ে উঠতে পারছি না, তা নিয়ে সবাই নিজের মতো কথা বলছিলেন। এমন সময় পরিচালক বদিউল আলম খোকন বলেন, আমাদের চলচ্চিত্রের অনেক সিনিয়র আছেন যারা এসব বিষয়ে উদ্যোগ নিলে আমরা সবাই এক হতে পারতাম। এমন অনেকেই আছেন যাদের ডাকে সবাই এক হতে বাধ্য । কিন্তু তারা কেউ এসব বিষয়ে মাথা ঘামান না। অথচ আজকে চলচ্চিত্রের টাকা দিয়ে কেউ করেছেন শুটিং স্পট, আবার কেউ রাজার মতো বাড়ি করে রাজার মর্জাদা নিয়ে বসে আছেন।  চলচ্চিত্রের দুরবস্থা কাটানোর বিষয়ে কোনো ভূমিকা তাঁরা রাখছেন না।’  

শাহিন জানান বদিউল আলম খোকনের কথার পিঠে প্রশ্ন করেন পরিচালক গাজী মাহবুব। তিনি জানতে চান খোকন কার কথা বলছেন। এমন সময় বদিউল আলম খোকন নায়করাজ রাজ্জাকের কথা উল্লেখ করেন। বলেন, ‘রাজা উপাধি নিয়ে বসে আছেন রাজ্জাক সাহেব। অথচ আমাদের এই দুরবস্থায় কোনো দিক নির্দেশনা দিচ্ছেন না। আবার এজে মিন্টু সাহেব বিশাল শুটিং স্পট বানিয়ে ভাড়ায় টাকা কামাচ্ছেন, আমাদের পাশে দাঁড়াচ্ছেন না। তাঁরা কেন চলচ্চিত্রের এমন খারাপ সময়ে ভূমিকা রাখছেন না?’

শাহিন জানান, তখন গাজী মাহবুব বলেন, ‘আপনি কি বলতে চাইছেন, রাজ্জাক সাহেব চলচ্চিত্রে কোনো ভূমিকা রাখেননি?’ এর কথার পিঠে কথা হতে হতে শুরু হয় তর্কাতর্কি, জানান শাহিন। এই বাগবিতণ্ডা একসময় হাতাহাতিতে পরিণত হয়। শাহিন বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা বিব্রত অবস্থায় পড়েছি, কারণ এরপর গণমাধ্যমে যে যাঁর মতো করে বক্তব্য দিচ্ছেন।’