আবারও দ্বৈত গানে এলিটা-মাহাদী
জনপ্রিয় সংগীতশিল্পী এলিটা ও মাহাদী দীর্ঘদিন পর নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানের শিরোনাম ‘অনুভূতি’। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং এর সুর ও সংগীতায়োজন করেছেন চিরকুট ব্যান্ডের ইমন চৌধুরী।
ঈদ উপলক্ষে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ব্যানার থেকে শিগগির গানটি জিপি মিউজিক অ্যাপসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে। এ ছাড়া সিএমভির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে লিরিক ভিডিও হিসেবে গানটি প্রকাশ হবে।
গানটি প্রসঙ্গে এলিটা বলেন, ‘খুব বেশি গান গাওয়া হয় না আমার। আর মাহাদীর সঙ্গে কাজের সংখ্যা তো আরো কম। তবে দ্বৈত গানের বেলায় আমাদের দুজনের রসায়ন ভালোই। আমরা যে কয়টি গান গেয়েছি প্রায় সব গান শ্রোতারা উপভোগ করেছেন। এবারের গানটিও সেই পথেই এগোবে, প্রত্যাশা করছি।’
অন্যদিকে মাহাদী বলেন, “‘হৃদয়ের ঝড়ে’ গানটির ব্যাপক সফলতার লম্বা বিরতির পর আমরা আবারও গাইলাম। বেশ প্রশান্তি লাগল গানটি করে। ভালো একটা গান নিয়ে আবার আমরা ফিরছি। এলিটা আপুর সঙ্গে গান গাওয়া মানে আমার জন্য বাড়তি পাওনা। আশা করছি, এবারও আমাদের গানটি সবাই ভালোবাসবেন।”
কয়েক বছর আগে প্রকাশিত ‘অন্তহীন’ অ্যালবামে এলিটা ও মাহাদীর গাওয়া অনেক গান জনপ্রিয়তা পায়। এর মধ্যে উল্লেখযোগ্য গানগুলো হলো ‘হৃদয়ের ঝড়ে’, ‘নিঝুম রাত’ ও ‘ভোরের শিশির’।