সারা দিন রান্নাঘরে পার করেছি : সুমাইয়া শিমু

Looks like you've blocked notifications!
জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। ছবি : সংগৃহীত

মিষ্টি অভিনেত্রী হিসেবে দর্শকের কাছে পরিচিত সুমাইয়া শিমু। এবার ঈদ উপলক্ষে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তিনি। ঈদের দিন কীভাবে কাটল ও অন্যান্য বিষয় নিয়ে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন সুমাইয়া শিমু। 

এনটিভি অনলাইন : ঈদের দিন কীভাবে কাটিয়েছেন?

সুমাইয়া শিমু : সারা দিন রান্নাঘরে সময় পার করেছি। এবার আমি অনেক রান্না করেছি। আমার বাসায় বাবার বাড়ি ও শ্বশুরবাড়ি থেকে অনেক আত্মীয়স্বজন এসেছিলেন। ঈদের দিন পুরো সময় পরিবারকে দিয়েছি।

এনটিভি অনলাইন : কী কী রান্না করেছেন?

সুমাইয়া শিমু : ইউটিউবে দেখে দেখে টার্কিশ ডিশ রান্না করা শিখেছিলাম। সেটা এবার রান্না করেছি। বাখরখানি দিয়ে বিশেষ ডেজার্ট, টিকিয়া, কালাভুনা, মুরগির রোস্ট, পোলাও, চটপটি, খিচুড়ি আরো অনেক কিছু। এ ছাড়া অনেক ফিউশন খাবারও রান্না করেছি। এবার ঈদে যে আমি নিজে রান্না করব, এটা অনেক আগের পরিকল্পনা ছিল।

এনটিভি অনলাইন : পরিকল্পনা করার পেছনে কি কোনো কারণ ছিল?

সুমাইয়া শিমু : ঈদ মানে তা খুশি। বলতে পারেন, বিয়ের পর প্রথম ঈদ করলাম, যদিও বিয়ের পর এটা আমার তৃতীয় ঈদ ছিল। ব্যাপারটা খুলে বলছি। আমার বিয়ে তো গত বছরের ২৮ আগস্ট হয়েছিল। বিয়ের পরের ঈদুল ফিতরে আমার বাবা হাসপাতালে ছিলেন। খুব অসুস্থ ছিলেন তিনি। এর কিছুদিন পর তো বাবা মারা গেলেন। তাই কোরবানির ঈদেও আমার মন খুব খারাপ ছিল। আমার বর কিংবা আত্মীয়স্বজন—কাউকেই সেভাবে আপ্যায়ন করতে পারিনি।

এনটিভি অনলাইন : আপনার বরের প্রিয় খাবার কী?

সুমাইয়া শিমু : কালাভুনা খেতে তিনি অনেক পছন্দ করেন। এ ছাড়া বিভিন্ন ধরনের ডেজার্ট তাঁর পছন্দ। 

এনটিভি অনলাইন : ঈদ উপলক্ষে কোথাও ঘুরতে যাবেন কি?

সুমাইয়া শিমু : বুধবার কক্সবাজার যাওয়ার কথা রয়েছে। এবার ঈদের ছুটি দেশে কাটাতে চাই। আমাদের দেশটা অনেক সুন্দর। সবটা ঘুরে দেখার প্রয়োজন রয়েছে। বছরের শেষে হয়তো দেশের বাইরে ঘুরতে যাব। 

এনটিভি অনলাইন : আবার শুটিংয়ে ফিরবেন কবে?

সুমাইয়া শিমু : কক্সবাজার থেকে ফিরে এসে আবার নাটকের শুটিং করব। সামনেই তো কোরবানির ঈদ। ব্যস্ততা কমার সম্ভাবনা নেই।