ডিসি কমিকসের সেরা ছবি ‘ওয়ান্ডার ওমেন’

Looks like you've blocked notifications!

কে বলে নারীরা পিছিয়ে আছে? বরং কোনো কোনো ক্ষেত্রে তারা পুরুষের চেয়েও একধাপ এগিয়ে রয়েছে। তার জ্বলজ্বলে উদাহারণ ‘ওয়ান্ডার ওমেন’ ছবিটি। যার আক্ষরিক অনুবাদ করলে দাঁড়ায় ‘বিস্ময়কর নারী’। ছবিটি দিয়ে হলিউডে সত্যিই বিস্ময়ের জন্ম দিয়েছেন ৩২ বছর বয়সী গেল গেডট। বক্স অফিসের আয় দিয়ে পেছনে ফেলেছেন সুপারম্যান-ব্যাটম্যানের মতো সুপার হিরোদের। টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে এই আয়ের কারণে ডিসির সবচেয়ে ব্যবসাসফল চলচ্চিত্রের তকমা পেয়েছে ‘ওয়ান্ডার ওমেন’।

মুক্তির আগে প্রথম নারীকেন্দ্রিক সুপার হিরো ছবিটির সফলতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন অনেকেই। কিন্তু নিন্দুকের মুখে ছাই দিয়ে প্যাটি জ্যাকিন্স পরিচালিত ছবিটি যুক্তরাষ্ট্রে আয় করেছে প্রায় ৩৩৪ মিলিয়ন মার্কিন ডলার। যা ডিসি দুনিয়ার অন্য যেকোনো ছবির তুলনায় সর্বোচ্চ আয়। বক্স অফিসের দৌড়ে ওয়ান্ডার ওমেন পেছনে ফেলেছে ‘ম্যান অব স্টিল’, ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান : ডন অব জাস্টিস’ এবং ‘সুইসাইড স্কোয়াডে’র মতো বাঘা বাঘা ছবিগুলোকে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে ডিসি কমিকসের অন্য কোনো চলচ্চিত্রের চেয়ে সবচেয়ে বেশি সংখ্যক দর্শক পেয়েছে ‘ওয়ান্ডার ওমেন’।

মজার ব্যাপার হচ্ছে বক্স অফিসের আয়ে ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান : ডন অব জাস্টিস’ ছবিটিকে পেছনে ফেলে সেরার মুকুট পরেছে ‘ওয়ান্ডার ওমেন’। অথচ এই ছবির মাধ্যমেই ডিসি দর্শকদের কাছে পরিচয় করিয়ে দেওয়া হয় ডায়ানা প্রিন্স অর্থাৎ ‘ওয়ান্ডার ওমেন’ চরিত্রটিকে। বেন অ্যাফ্লেক ও হেনরি ক্যাভিল অভিনীত ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান : ডন অব জাস্টিস’ ছবিটি যুক্তরাষ্ট্রে আয় করেছিল প্রায় ৩৩০ মিলিয়ন মার্কিন ডলার।

গেল গেটড ছাড়াও ‘ওয়ান্ডার ওমেন’ ছবিতে অভিনয় করেছেন ক্রিস পাইন, কোনি নিয়েলসন, রবিন রাইট, ড্যানি হাসটন, ডেভিড থেউইলস, লুসি ডেভিস প্রমুখ।