মৌসুমীর পদত্যাগের চিঠি পাইনি : মিশা

Looks like you've blocked notifications!

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে পদত্যাগ করেছেন জনপ্রিয় নায়িকা মৌসুমী। গতকাল ৩ জুলাই সোমবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে এই পদত্যাগপত্র জমা দেন তিনি। 

গত ৫ মে এফডিসিতে অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। এতে কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি।

বিষয়টি নিয়ে জানতে চাইলে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, ‘আমাদের শিল্পী সমিতিতে এখনো চিঠি এসে পৌঁছায়নি। চিঠি হাতে পাওয়ার পর আমরা বিষয়টি নিয়ে কথা বলব।’ 

মিশা আরো বলেন, ‘আমাদের শিল্পী সমিতিতে এখনো মৌসুমী শপথ গ্রহণ করেননি। যে কারণে এই পদত্যাগপত্র কীভাবে মূল্যায়ন করা হবে, তা আমরা সংবিধান দেখে সিদ্ধান্ত নেব।’ 

গতকাল নায়িকা মৌসুমী পদত্যাগপত্রটি ফেসবুকে প্রকাশ করেন। ফেসবুকের স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘বিনীত নিবেদন এই যে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৭-২০১৯ মেয়াদে কার্যনিবাহী পরিষদের সদস্যপদে নির্বাচিত হই। আমার ব্যক্তিগত নানাবিধ কারণে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করা সম্ভব নয়, সে কারণে আমি উক্ত পদ থেকে পদত্যাগ করতে আগ্রহী। অতএব, আমাকে উক্ত পদ হতে অব্যাহতিদানে বাধিত করিবেন।’