নায়করাজ রাজ্জাকের ‘অতঃপর বিয়ে’

Looks like you've blocked notifications!
নায়করাজ রাজ্জাক। ছবি : মোহাম্মদ ইব্রাহিম

আবারও ছেলে সম্রাটের টেলিছবিতে অভিনয় করবেন নায়করাজ রাজ্জাক। আগামী মাসেই শুটিং শুরু করবেন তিনি। টেলিছবির নাম ‘অতঃপর বিয়ে’, এর আগে সম্রাট পরিচালিত ‘দায়ভার’ ও ‘চেয়ারম্যনের চরিত্র ফুলের মতো পবিত্র’ দুটি নাটকে কাজ করেছিলেন রাজ্জাক।

সম্রাট বলেন, ‘আগামী মাসের ১০ তারিখের দিকে টেলিছবির শুটিং করব গাজীপুরের পূবাইলে। বাবার চরিত্রে অভিনয় করবেন আব্বা। আমি ছেলের চরিত্রে কাজ করব, এ ছাড়া নাটকের নায়িকা এখন চূড়ান্ত করা হয়নি। চলতি মাসেই বাকি সব ঠিক করব। নিজেদের প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই এই প্রযোজনা করা হচ্ছে।’

নিজেদের প্রযোজনা প্রতিষ্ঠান ছাড়া আর কোথাও রাজ্জাকের কাজ না করা প্রসঙ্গে সম্রাট বলেন, ‘আব্বার এমনিতেই বয়স হয়েছে। শারীরিকভাবে তিনি সুস্থ হলেও, বয়সের কারণে একটা নিয়মের মধ্যে থাকতে হয়। আর আব্বাকে আমিই দেখাশোনা করি। এখন আমার টেলিছবিতে কাজ করার সময় আমি তাঁকে প্রয়োজন মতো বিশ্রাম দিতে পারি। কারণ আমি জানি কখন আব্বার বিশ্রাম দরকার। আবার কখন কতটা শুটিং করতে পারবেন সেটি উনার কাছে জেনে তারপর উনার শুটিং সেট করতে পারি। যে কারণে আব্বা অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন না।’

টেলিছবির গল্প নিয়ে সম্রাট বলেন, ‘গল্পে দেখা যাবে বাবা ছেলেকে বিয়ে করাতে চান, কিন্তু মা কিছুতেই ছেলেকে বিয়ে করাতে চান না। এসব নিয়ে পরিবারে অনেক ধরনের ঘটনা ঘটে। শেষে বিয়ে করানো হয় ছেলেকে। এমনি একটি গল্প নিয়ে কাজটি করছি। এর আগে দুটি নাটক করেছি, একটু সিরিয়াস ধরনের। কিন্তু এই গল্পটা একটু কমেডি। আশা করি দর্শদের ভালো লাগবে।’ 

‘অতঃপর বিয়ে’র গল্প লিখেছেন শফিকুল ইসলাম খান দিলু। আগামী কোরবানির ঈদের পর বাপ্পারাজের ‘তারছেরা’ চলচ্চিত্রে অভিনয় করার কথা রয়েছে নায়করাজ রাজ্জাকের।