এমন স্থান কী দিয়ে পূরণ হবে : চম্পা

Looks like you've blocked notifications!

“রাজ্জাক ভাইয়ের সঙ্গে আমার বেশি কাজ করা হয়নি। তবে যেটুকু করার সুযোগ পেয়েছি, তাঁর কাছ থেকে আমার কাজের বিষয়ে উৎসাহ পেয়েছি। ‘বিষবৃক্ষ’ ছবিতে আমি উনার সঙ্গে কাজ করেছিলাম। ভাইয়ের সঙ্গে সেভাবে কাজ করা না হলেও পারিবারিক কারণে ভালো সম্পর্ক ছিল। তিনি আমাকে অনেক আদর করতেন। তবে নতুন হিসেবে উনার সঙ্গে কাজ করার সময় হাত-পা কাঁপছিল। কিন্তু তিনি এত সুন্দর করে আমাকে সব বুঝিয়ে দিয়েছিলেন যে আমার কাজ করতে সমস্যা হয়নি।” রাজ্জাকের প্রয়াণে এভাবেই স্মৃতিচারণ করছিলেন ‘পদ্মা নদীর মাঝি’খ্যাত নায়িকা চম্পা। আজ মঙ্গলবার এফডিসিতে রাজ্জাককে শেষ বিদায় জানাতে এসে এসব কথা বলেন তিনি।

চলচ্চিত্রে রাজ্জাকের ভূমিকা নিয়ে চম্পা বলেন, ‘চলচ্চিত্রের এমন দিনে রাজ্জাক ভাইকে প্রয়োজন ছিল। কারণ, তিনি সব সময় চলচ্চিত্রের সমস্যা নিরসনে ভূমিকা রেখেছেন। এখন যে ধরনের সমস্য চলছে, তাতেও ভাইয়ের একটি কথা অনেক গুরুত্ব বহন করত। আমরা এমন একজন সদস্য হারালাম, যার কথা শুনলে আমাদের চলচ্চিত্র পরিবারের সবাই মাথা নত করে মেনে নিত। জানি না, এমন স্থান কী দিয়ে পূরণ হবে। আমি তাঁর আত্মার শান্তি কামনা করছি। সবাই দোয়া করবেন উনার জন্য।’ 

গতকাল সোমবার নায়করাজ রাজ্জাক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।