সোলমেইট কখনো জীবনসঙ্গী হতে পারে না : মম

Looks like you've blocked notifications!
‘সোলমেইট’ টেলিফিল্মের একটি দৃশে মম ও নিশো। ছবি : সংগৃহীত

অভিনেত্রী জাকিয়া বারী মম ঈদের নাটকের শুটিং নিয়ে এখন ব্যস্ত।  প্রতিবারের মতো এবার ঈদেও বেশ কিছু ভালো নাটক ও টেলিফিল্মে টেলিভিশনের পর্দায় মমকে দেখা যাবে।

ঈদের দ্বিতীয় দিন এনটিভিতে মম অভিনীত বিশেষ টেলিফিল্ম ‘সোলমেইট’ প্রচারিত হবে। শিহাব শাহীনের রচনা ও পরিচালনায় এতে আরো অভিনয় করেছেন আরফান নিশো, সাঈদ বাবু, মিশু সাব্বির, মারজুক রাসেল, খালেদ মাহমুদ, সাবিহা জামান প্রমুখ।  

সোলমেইট সম্পর্কে মমর ব্যক্তিগত অভিমত জানতে চাইলে তিনি বলেন, ‘সরাসরি নয়, একে অপরের সঙ্গে মানসিক সম্পর্ক ও আবেগ দৃঢ় হলে আমরা তাঁদের সোলমেইট বলি। সোলমেইটদের সঙ্গে কথা বলা লাগে না। প্রকৃতির জাদুতে একে অপরের সঙ্গে সব সময় থাকা যায়।’

জীবনসঙ্গী ও সোলমেইট প্রসঙ্গে মম আরো বলেন, ‘সোলমেইট কখনো জীবনসঙ্গী হতে পারে না; কিন্তু আমি ব্যক্তিগতভাবে সোলমেইট অনেক বেশি পছন্দ করি।’

টেলিফিল্মের গল্পে কী আছে, এটা পরিচালক শিহাব শাহীনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘নাম শুনেই অনুমান করা যাচ্ছে, এটা রোমান্টিক গল্পের টেলিফিল্ম। শুধু এতটুকু বলতে চাই, গল্পের মোড় দর্শককে আনন্দ দেবে। গল্পের প্রয়োজনে টেলিফিল্মের শুটিং আমরা কক্সবাজারে করেছি।’

এদিকে, নাটক ও চলচ্চিত্রে দুই জায়গায় ব্যস্ত মম। মুক্তির অপেক্ষায় আছে তাঁর বেশকিছু চলচ্চিত্র। তাঁর ভক্তদের জন্য সুখবর হলো, সম্প্রতি  বলিউডের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন মম। নাম ঠিক না হওয়া ছবিটি ফয়সাল সাইফ পরিচালনা করবেন। এরই মধ্যে ছবির শুটিংয়ের প্রস্তুতি নেওয়া শুরু করেছেন মম।