এডুকেশন নিউজিল্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর কৃতি

Looks like you've blocked notifications!

আজকাল শুধু রূপেই নয়, গুণেও অনন্যা হতে হয়। তেমনি রূপে ও গুণে অনন্যা ‘হিরোপান্তি’ খ্যাত নায়িকা কৃতি স্যানন। স্বাভাবিক সৌন্দর্যের পাশাপাশি ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে কৃতিত্বের সঙ্গে পাস করে ডিগ্রিধারী হয়েছেন কৃতি। অভিনয় ও সৌন্দর্যের স্বীকৃতি আগেই পেয়েছেন তিনি। চারপাশে অগণিত ভক্ত ও বলিউডে বেশ কিছু ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় যার প্রমাণ বহন করে। আর এবার পেলেন তাঁর গুণের স্বীকৃতি। মুম্বাই মিররের খবরে প্রকাশ, শুক্রবার এডুকেশন নিউজিল্যান্ড কৃতি স্যাননকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করেছে।

এর মাধ্যমে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার সম্পর্ক আরো দৃঢ় হবে বলে মনে করে এডুকেশন নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের শিক্ষাব্যবস্থার বিশেষ দূত হওয়ার ফলে কৃতিকে ভারতের শিক্ষার্থীদের নিউজিল্যান্ডে উচ্চশিক্ষা গ্রহণের জন্য অনুপ্রাণিত করতে হবে। এ ব্যাপারে ‘বারেইলে কি বরফি’-খ্যাত অভিনেত্রী বলেন, ‘আমার বেড়ে ওঠার পেছনে শিক্ষার বড় একটি ভূমিকা রয়েছে। আমার বাসায় সব সময় শিক্ষার ব্যাপারে জোর দেওয়া হয়েছে। যাতে আমরা বুঝতে পারি জীবনে এটা কতটা জরুরি।’

কৃতি আরো বলেন, ‘আমার বেশ কিছু বন্ধু ও পরিবারের সদস্য রয়েছে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়েছে। তাই আমি সব সময় এই ধরনের নতুন সুযোগকে উপভোগ করি। নিউজিল্যান্ডজুড়ে বৈচিত্র্যময় শিক্ষাপ্রতিষ্ঠান এবং কোর্সগুলোকে আমি ভারতের শিক্ষার্থীদের সামনে তুলে ধরব। যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

এডুকেশন নিউজিল্যান্ডের প্রাদেশিক পরিচালক (ভারত, দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্য) জানান, কৃতি স্যানন এই কাজের জন্য উপযুক্ত। ভালো শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি গোটা ভারতে তাঁর প্রচুর ভক্তও রয়েছে। ভারতের সম্পৃক্ততা কাজে লাগিয়ে নিউজিল্যান্ড তাদের পর্যটন ও শিক্ষাব্যবস্থার উন্নতি ঘটাতে চাইছে। এর আগে তাদের পর্যটনশিল্পকে ভারতে উপস্থাপন করার জন্য সিদ্ধার্থ মালহোত্রাকে বেছে নিয়েছিল নিউজিল্যান্ড।