ঈদের পঞ্চম দিনে এনটিভিতে গেম শো, বিশেষ নাটক

Looks like you've blocked notifications!
‘তোমায় নিয়ে’ নাটকের একটি দৃশ্যে ইমন ও শখ। ছবি : সংগৃহীত

ঈদ উপলক্ষে এনটিভিতে চলছে টানা সাত দিনের আয়োজন। আজ বুধবার ঈদের পঞ্চম দিনে এনটিভিতে বিশেষ নাটক ছাড়াও প্রচারিত হবে বিশেষ গেম শো ‘ভালোবাসার আয়নায়’। চলুন দেখে নিই, ঈদের পঞ্চম দিনে আরো কী থাকছে এনটিভির আয়োজনে।

বিশেষ টেলিফিল্ম : ফিরে আসার গল্প

দুপুর ২টা ২০ মিনিটে প্রচারিত হবে ঈদের বিশেষ টেলিফিল্ম ‘ফিরে আসার গল্প’। শাফায়েত মনসুর রানার রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন অপর্না ঘোষ, জন কবির, ওমর আয়াজ অনি, তানিয়া, আবুল হায়াত, দিলারা জামান প্রমুখ।

টেলিফিল্মের গল্পে দেখা যাবে, মাসুদ সাহেব ঈদে সব ছেলেমেয়েকে তাদের পরিবারসহ বাড়িতে আসতে বলেছেন। সবাই প্রথমে না করলেও পরে চাপাচাপিতে রাজি হয় এবং ছুটিতে বাড়িতে আসে। কিন্তু এখানে আসার পর থেকেই তারা সবাই যে যার মতো ব্যস্ত। ল্যাপটপ, মোবাইল, ট্যাব নিয়ে দিন-রাত ব্যস্ত। মাসুদ সাহেব এবার সবাইকে ডেকে কড়া নির্দেশ দিয়ে দেন যে, বাসায় কোনো ডিভাইস ব্যবহার করা যাবে না। সবাই খুব রেগে যায় আর ভাবে, মাসুদ সাহেব বুঝি পাগল হয়ে গেছে। কিন্তু কেউ ভয়ে কিছুই বলতে পারে না। সব গেজেট ছাড়া শুরু হয় নিজেদের সম্পর্কে অনেক অজানাকে জানা।

গেম শো : ভালোবাসার আয়নায়

বিকেল ৫টা ১৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ গেম শো ‘ভালোবাসার আয়নায়’। দেবাশীষ বিশ্বাসের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন হুমায়ূন ফরিদ। অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছেন সংগীতশিল্পী কনা, রাজীব, অভিনেতা ডা. এজাজ ও দীপা খন্দকার।

৭ পর্বের ধারাবাহিক রূপকথার গল্প : যুবরাজ

সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচারিত হবে সাত পর্বের বিশেষ ধারাবাহিক নাটক রূপকথার গল্প ‘যুবরাজ’র পঞ্চম পর্ব। মূল পরিকল্পনা, গল্প ভাবনা ও উপদেষ্টা পরিচালক হিসেবে আছেন এস এম সালাহউদ্দিন। চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন আফরোজ রায়হান। আতিকুর রহমান বেলালের পরিচালনায় নাটকটির পর্ব পরিচালনা করেছেন মাকসুদুল হক ইমু। মূল চরিত্রগুলোতে অভিনয় করেছেন রিয়াজ, নিলয়, আজমেরি আশা, প্রমা আজিজ, আতাউর রহমান, ইলোরা গহর প্রমুখ।

৭ পর্বের ধারাবাহিক নাটক : অ্যাব-নরমাল

সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে প্রচারিত হবে সাত পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘অ্যাব-নরমাল’র পঞ্চম পর্ব। মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, মেহজাবিন চৌধুরী, মিশু সাব্বির, ডা. এজাজ, শামীমা নাজনীন, সিফাত, আল আমিন সবুজ, শহীদ উন নবী, মিষ্টি মারিয়া, মুনিয়া ইসলাম, তন্দ্রা, রিমি করিম, শফিক মুক্তা প্রমুখ।

বিশেষ নাটক : শেষ পর্যন্ত

রাত ৮টা ৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘শেষ পর্যন্ত’। সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মৌসুমি হামিদ, আনিসুর রহমান মিলন, মনিরা মিঠু, আল মামুন প্রমুখ।

বিশেষ সংগীতানুষ্ঠান : পাগল মন

রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘পাগল মন’। ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন সুমী। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন শিল্পী টুনটুন বাউল, রিঙ্কু ও রেশমী।

৭ পর্বের ধারাবাহিক নাটক : নবাবের প্রেম

রাত ৯টা ৫০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘নবাবের প্রেম’র পঞ্চম পর্ব। বৃন্দাবন দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাগর জাহান। নাটকে অভিনয় করেছেন জাহিদ হাসান, তিশা, ফজলুর রহমান বাবু, আ খ ম হাসান, আরফান আহমেদ, শহানাজ খুশি, মুনিরা মিঠু, নুসরাত জাহান ডায়না প্রমুখ।

বিশেষ নাটক : তোমায় নিয়ে

রাত ১১টা ১০ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘তোমায় নিয়ে’। ওসমান সজীবের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নাজমুল হক বাপ্পী। নাটকে অভিনয় করেছেন ইমন, শখ, আনন্দ খালেদ, জাহের আলভী, গোলাম রাব্বানী পিন্টু, ফারিয়া রিয়া প্রমুখ।