সনি ও তানিনের 'তুমি কেন এতদূরে’

Looks like you've blocked notifications!

শুরু হলো সনি রহমান ও তানিন সুবহার নতুন চলচ্চিত্র 'তুমি কেন এতদূরে'। ছবিটির সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করছেন মির্জা সাখাওয়াৎ হোসেন। ছবিটি নির্মাণ হচ্ছে প্রযুক্তি বাংলা চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে।

সনি রহমান বলেন, ‘আমি এই ছবিতে গ্রামের শিক্ষিত ছেলের চরিত্রে অভিনয় করছি। ছবির গল্পটা একটু ব্যতিক্রম।  ছবির গল্পে যেমন গতানুগতিক প্রেম-ভালোবাসা আছে, তেমনি সমাজের বিভিন্ন অবক্ষয় তুলে ধরা হবে। আমি আশাবাদী ছবিটি নিয়ে।’

তানিন বলেন, ‘এই প্রথমবারের মতো আমি বাকপ্রতিবন্ধী চরিত্রে কাজ করছি। ভালো লাগছে যে এই ছবিতে আমাকে কথা বলতে হবে না। আমার ভয়ও করছে, কারণ মুখ দিয়ে কথা বলে মানুষকে সহজেই অনেক কিছু বোঝানো যায়। কিন্তু শুধু অঙ্গভঙ্গিমার মাধ্যমে তা বোঝাতে হবে। সবাই দোয়া করবেন, আমি যেন কাজটি সঠিক ভাবে করতে পারি।’

মির্জা সাখাওয়াৎ হোসেন বলেন, ‘আমরা নিজের সন্তানকে অনেক আদর করে মানুষ করি। সবাই চায়, তার সন্তার যেন দেশ ও দশের উপকার করে। সবাই যেন তাকে সুন্দরভাবে গ্রহণ করে। একজন পরিচালকের কাছে কার চলচ্চিত্রটি সন্তান। আমি চেষ্টা করছি ব্যতিক্রম একটি গল্প নিয়ে কাজটি করতে। সেভাবেই ছবির গল্প তৈরি করেছি। আমার সন্তানটি শুধু প্রেম-ভালোবাসা নিয়ে পড়ে থাকবে না, সে সমাজের উপকার করবে। আমরা ঈদের আগে কিছু শুটিং করেছি। আগামী ২২ তারিখ থেকে আবারও ছবির শুটিং শুরু করব।’