৮৮তম জন্মদিনে ভক্তদের শুভেচ্ছাসিক্ত লতা

Looks like you've blocked notifications!

তাঁর গলার আওয়াজে যেন জাদু আছে। সেই ১৯৪২ সাল থেকে সুরের অপূর্ব মূর্ছনায় এবং তাঁর গলার অপরূপ কারুকার্যে হিন্দি চলচ্চিত্রের গানগুলো পেয়েছে নতুন মাত্রা। তিনি লতা মুঙ্গেশকর। আজ ভারতীয় কিংবদন্তি এই শিল্পীর ৮৮তম জন্মদিন। এত দিন যে ভক্তদের তিনি গান গেয়ে আনন্দ দিয়েছেন, জন্মদিনে সেই ভক্তরাই প্রতিদানস্বরূপ শুভেচ্ছা জানাবেন না, তা কি হয়? এনডিটিভির খবরে প্রকাশ, টুইটারে অসংখ্য ভক্তর শুভকামনায় সিক্ত হয়েছেন লতা। এ ভক্তদের তালিকায় রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ঋষি কাপুর, শচীন টেন্ডুলকার, শাবানা আজমি, ফারহান আক্তারের মতো বড় তারকারা।

লতার জন্মদিন উপলক্ষে করা টুইটে ঋষি কাপুর লিখেন, ‘আজ আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। ঈশ্বর আপনার মঙ্গল করুন এবং আপনার সেরা কাজগুলো আমাদের উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।’ ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি শচীন টেন্ডুলকার তাঁর টুইটে লিখেন, ‘শুভ জন্মদিনে মুঙ্গেশকর দিদি। আমরা খুবই ভাগ্যবান যে আপনার গলার আওয়াজ শুনতে পেরেছি। আপনার সুস্বাস্থ্য কামনা করি।’

শাবানা আজমি তাঁর টুইটে লিখেন, ‘সেই দুনিয়াতে বেঁচে থাকা সৌভাগ্যের, যে দুনিয়ায় লতা মুঙ্গেশকর রয়েছেন।’ ‘লক্ষ্ণৌ সেন্ট্রাল’খ্যাত অভিনেতা ফারহান আক্তার তাঁর টুইটে শুভেচ্ছা জানিয়ে লিখেন, ‘জন্মদিন মুবারক লতাজি। আপনার সুস্বাস্থ্য ও সুখ কামনা করি। ভালোবাসা শ্রদ্ধা, কৃতজ্ঞতা আপনার প্রতি।’

১৯২৯ সালের আজকের দিনে জন্ম নেওয়া কিংবদন্তি এই শিল্পী  ভারতের প্রায় ৩৬টি আঞ্চলিক ভাষা ও বিদেশি ভাষায় গান গেয়েছেন। তবে অন্যান্য ভাষার গানের তুলনায় হিন্দি ও মারাঠি ভাষায় লতার গানের সংখ্যা বেশি। ১৯৮৯ সালে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন লতা মুঙ্গেশকর। এ ছাড়া ভারতের তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ১২ বার বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডসহ নানা পুরস্কারে ভূষিত হয়েছেন কীর্তিমান এই শিল্পী।