‘বাণিজ্যিক চলচ্চিত্রে নাচের প্রশিক্ষণ জরুরি’

Looks like you've blocked notifications!
ছবি : মোহাম্মদ ইব্রাহিম

‘আমি চলচ্চিত্রের সঙ্গে এরই মধ্যে যুক্ত হয়েছি, কিন্তু নাচ নিয়ে একটু চিন্তিত ছিলাম, কারণ এমনিতে নাচ করতাম ছোটবেলা থেকে, চলচ্চিত্রের নাচটা তো একটু ভিন্ন। খোঁজখবর নিয়ে জানতে পারি চলচ্চিত্রের জন্য কিছু নাচের স্কুল আছে, পরে এই প্রতিষ্ঠানে যোগ দেই। দুই মাস ধরে আমি গ্রুমিং করছি। এখন শুটিংয়ে যাওয়ার জন্য আমি প্রস্তুত।’ কথাগুলো এনটিভি অনলাইনকে বলছিলেন নবাগত নায়িকা প্রিয়াঙ্কা। তিনি চলচ্চিত্রের জন্য নাচ শিখছেন কারওয়ান বাজারে অবস্থিত ডান্স একাডেমিতে। এটি পরিচালনা করছেন চলচ্চিত্রের কোরিওগ্রাফিতে পরিচিত মুখ মাইকেল বাবু ও রতন।

প্রিয়াঙ্কার মতো রুখসানা আখতারও এই একাডেমিতে নাচ শেখেন। তবে তিনি নায়িকা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন না। তিনি নায়িকার পাশে সহশিল্পী হিসেবে ভালোভাবে নাচবেন, তাই তালিম নেওয়া। রুখসানা বলেন, ‘আমি সহশিল্পী হিসেবে কাজ করছি। নায়ক-নায়িকাদের পেছনে দাঁড়িয়ে নাচ করেছি, হাত-পা নাড়িয়েছি, কিন্তু একটু কঠিন মুদ্রা হলেই তা পারি না, তখন কোরিওগ্রাফার আমাকে পেছনে দাঁড় করিয়ে দেন। আমি গত মাস থেকে গ্রুমিং করছি, আমি বিশ্বাস করি একদিন আমি সামনে দাঁড়িয়ে নাচ করব, এমনকি আমার বিশ্বাস, আমি আইটেম গানের সঙ্গে এককভাবেও কাজ করব।’     

শুধু মেয়েরা নন, চলচ্চিত্রের সহশিল্পী ছেলেরাও এই একাডেমিতে আসেন হয় নাচ শিখতে, নয়তো যতটুকু নাচ জানেন সেটিকে আরো উন্নত করতে। এ সম্পর্কে একাডেমির পরিচালক মাইকেল বাবু এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা যখন চলচ্চিত্রের কোরিওগ্রাফি করি, তখন নতুন যে নায়ক-নায়িকারা কাজ করেন তাঁরা অনেকেই নাচ করতে পারেন না। দেখা যায় আলাদাভাবে তাঁদের প্র্যাকটিস করিয়ে তারপর শুটিং করতে হয়। এঁদের অনেকেই আমাদের কাছে তালিম নিতে আসেন। আবার যাঁরা মূল শিল্পীদের পেছনে নাচ করেন, তাঁরাও প্রশিক্ষিত নন। এসব বিষয় মাথায় রেখে আমরা এই স্কুলটি পরিচালনা করছি। এরই মধ্যে ৩২ জন শিল্পী আমাদের স্কুলে প্রশিক্ষণ নিচ্ছেন।’

মঞ্চে নাচ পরিবেশন করতে করতেই নাচের জগতে ঢুকে পড়েন মাইকেল। এরপর সহশিল্পী হিসেবে তিনটি ছবিতে কাজ করেন। চতুর্থ ছবিতেই সহকারী কোরিওগ্রাফার হিসেবে কাজ করার সুযোগ পান মাইকেল। এরপর চলচ্চিত্রে এক যুগ পার করেছেন মাইকেল। কোরিওগ্রাফি করেছেন ৫০টিরও বেশি চলচ্চিত্র। তিনি জানান, চলচ্চিত্রে যেন নাচটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় সে জন্যই এই একাডেমি শুরু করেছেন তাঁরা।

একাডেমির আরেকজন পরিচালক ও চলচ্চিত্রের কোরিওগ্রাফার রতন বলেন, ‘আমাদের এখানে যাঁরা আসেন, প্রায় সবাই তাঁদের অভিভাবক নিয়ে আসেন, ওনাদের বসার জন্য আমাদের আলাদা ব্যবস্থা রয়েছে। আমরা চাই সুন্দর একটি পরিবেশে সবাই যেন নাচ শিখতে পারে।’

‘বাণিজ্যিক চলচ্চিত্রে কাজের আগে নাচ প্রশিক্ষণ জরুরি’ বলেই মনে করেন রতন। মাইকেলও মনে করেন, ‘কমার্শিয়াল ফিল্মে নাচ যেহেতু থাকে, তাই একে ভালোভাবেই শেখা উচিত।’ বলিউড বা টালিউডের বাণিজ্যিক ছবির সহশিল্পীরা যেভাবে নাচকে রপ্ত করেছেন, তাঁদের সঙ্গে পাল্লা দিতে প্রশিক্ষণের বিকল্প নেই বলেও মনে করেন তাঁরা।