‘নৌকা মধুকর’ নিয়ে আসছেন তাপস ও সুপ্তি

Looks like you've blocked notifications!
অ্যালবামের পোস্টার

চতুর্থ অ্যালবাম বেরুচ্ছে সংগীতশিল্পী তাপস ইকবালের। অ্যালবামের গানগুলো লিখেছেন সাবির আহমেদ চৌধুরী আর সুর ও সংগীত আয়োজন করেছেন মহিদুল হাসান মন। তাপসের পাশাপাশি এতে কণ্ঠ দিয়েছেন সুপ্তি মতিন।

গুলশানের লং বিচ রেস্টুরেন্টে ৩১ জুলাই অ্যালবামটির মোড়ক উন্মোচন হবে। প্রধান অতিথি হিসেবে থাকবেন বিশিষ্ট গীতিকার ও চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ার।

এটি তাপস ইকবালের চতুর্থ অ্যালবাম হলেও, সুপ্তি মতিনের প্রথম অ্যালবাম। অ্যালবামে গান থাকছে আটটি। এর মধ্যে তাপসের দুটি ও সুপ্তির চারটি একক গান রয়েছে। দ্বৈত গান রয়েছে দুটি।

‘নৌকা মধুকর’ প্রসঙ্গে তাপস ইকবাল বলেন, ‘একটি অ্যালবামের পর অন্য একটি অ্যালবাম করতে গেলেই অনেক চ্যালেঞ্জ নিতে হয়। প্রশ্ন এসে যায়, অ্যালবামে কী নতুন থাকবে? আমি মনে করি, এতে নতুন কিছু যোগ করতে পেরেছি।’

গান শুরু করলেন কীভাবে এমন প্রশ্নের জবাবে তাপস বলেন, ‘আমি ছোটবেলা থেকেই গানের সঙ্গে যুক্ত। আমার চাচা সংগীত পরিচালক আতাহার ইদ্দিন আহম্মেদের কাছে গান শিখি, তখন থেকেই গান করছি।’ 

অডিও বাজার  নিয়ে তাপস বলেন, ‘আমিও মনে করি, অডিও অ্যালবামের বাজার নেই। আমার মনে হয়, এই বিষয়ে সরকারের এখনই কোনো পদক্ষেপ নেওয়া উচিত।’