‘রঙিন পাতা’ অনুষ্ঠানে শাওন

Looks like you've blocked notifications!
‘রঙিন পাতা’ অনুষ্ঠানের একটি দৃশ্যে শাওন, মানজুর ও পারিহা। ছবি : সংগৃহীত

জনপ্রিয় নির্মাতা ও অভিনয়শিল্পী মেহের আফরোজ শাওন ছোটবেলা থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। এটা কারো অজানা নয়।

শিশুশিল্পী হিসেবেই পত্রিকায় তাঁর প্রথম সাক্ষাৎকার প্রকাশিত হয়। এনটিভির বিনোদনমূলক ধারাবাহিক অনুষ্ঠান ‘রঙিন পাতা’তে অতিথি হয়ে এমনটিই জানিয়েছেন মেহের আফরোজ শাওন।

আগামীকাল রোববার রাত ৯টা ৫ মিনিটে অনুষ্ঠানটি এনটিভিতে প্রচারিত হবে। এবারের পর্বে মেহের আফরোজ শাওনের সঙ্গে অতিথি হয়েছেন সাংবাদিক মাহমুদ মানজুর।

কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় অনুষ্ঠানটির গ্রন্থনা ও গবেষণা করেছেন নাইস নূর। উপস্থাপনা করেছেন পারিহা লিমা।

অনুষ্ঠানটিতে এসে মাহমুদ মানজুরের সঙ্গে সরাসরি দেখা হয়েছে বলে জানান মেহের আফরোজ শাওন। এর কারণ মুঠোফোনে ও ফেসবুক ম্যাসেঞ্জারে শাওনের কাছ সংবাদ সংগ্রহ করতেন মাহমুদ মানজুর।

এ প্রসঙ্গে মাহমুদ মানজুর বলেন, ‘হুমায়ূন আহমদে স্যারের সাক্ষাৎকার তাঁর সঙ্গে দেখা করে অনেকবার নিয়েছি। তখন শাওন আপুর সঙ্গে দেখা হলেও তাঁর সঙ্গে কথা হয়নি। এ ছাড়া শাওন আপুর অনেক অনুষ্ঠানে উপস্থিত হলেও তাঁর সঙ্গে সরাসরি কখনো কথা হয়নি।’

‘রঙিন পাতা’ অনুষ্ঠানটিতে একজন বিনোদন সাংবাদিক ও একজন তারকা শিল্পী অতিথি হয়ে আসেন। কাজের বাইরেও শিল্পী ও সাংবাদিকের মধ্যে সম্পর্ক অনেক আন্তরিক হয়। এই বিষয়গুলো অনুষ্ঠানে তুলে ধরা হয়। এ ছাড়া মিডিয়ার কাজের অনেক বিষয় নিয়ে আলাপ করেন অতিথিরা।