হাফিজের অ্যালবামের মোড়ক উন্মোচনে শাকিব খান

Looks like you've blocked notifications!

মোড়ক উন্মোচন হলো কণ্ঠশিল্পী হাফিজের একক অ্যালবাম পুতুল। মোশারফ আজমী, ইশরাক হোসেন, মকসুদ জামিল মিন্টুর সংগীতায়োজনে পুতুল অ্যালবামটি মোড়ক উন্মোচন হলো সিডি ভিশনের ব্যানারে। গানটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক শাকিব খান। আরো উপস্থিত ছিলেন চিত্রপরিচালক উত্তম আকাশ, নির্মাতা জুয়েল রানা, খোকন, মডেল লারা লোটাস, সিডি ভিশনের কর্ণধার মাহবুব আলম, শিল্পী খন্দকার বাপ্পি, ইশরাক হোসেনসহ অনেকে।

শাকিব খান মোড়ক উন্মোচন করতে গিয়ে বলেন, ‘আমি সব সময় নতুনদের এবং ভালো কাজের সঙ্গে আছি। এ ছাড়া হাফিজের গান ও ভিডিও ভালো লেগেছে। হাফিজের জন্য আমার শুভকামনা। তিনটি গানের এই অ্যালবাম ইতিমধ্যে টাইটেল গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে।’

কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে ভিডিওটির দৃশ্য ধারণ করা হয়। অনুরূপ আইচের কথায়, খন্দকার বাপ্পির সুর ও ডিরেকশনে মোশারফ আজমীর সংগীতে পুতুল গানটি ভিডিও রিলিজের অপেক্ষাধীন। গানটিতে মডেল হিসেবে কাজ করেছেন অভিনেত্রী মডেল লারা লোটাস। তিনটি গানের মধ্য পুতুল ও মারহাবা দুটি গানের কথা লিখেছেন জনপ্রিয় গীতিকার অনুরূপ আইচ। আরেকটি গান লিখেছেন হাফিজ। সিডি ভিশনের কর্ণধার মাহবুব আলম বলেন, সিডি ভিশন অত্যন্ত সুনামের সঙ্গে বাংলা সিনেমায় কাজ করে এলেও এখন থেকে নিয়মিত বাংলা গানকে পৃষ্ঠপোষকতা করে যাব।’

ভবিষ্যতে বাংলাদেশের প্রায় সব শিল্পীর গান সিডি ভিশনের চ্যানেলে প্রকাশ করা হবে। হাফিজ প্রথম অ্যালবামের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘সারা জীবনে একটাই স্বপ্ন ছিল, একদিন একক অ্যালবাম প্রকাশিত হবে। আজ আমার জীবনের স্বপ্ন পূরণ হয়েছে। আমি আর থামতে চাই না। সবার দোয়া ও ভালোবাসা নিয়ে নিয়মিত গান করে যেতে চাই।’