কেমন চলছে তৌকীরের ‘হালদা’?

Looks like you've blocked notifications!

তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ ছবিটি মুক্তি পেয়েছে গতকাল শুক্রবার। গত বৃহস্পতিবার প্রিমিয়ারে ছবিটি প্রশংসিত হয়।

সাধারণ দর্শকও ছবিটি পছন্দ করছেন। ছবিটি ভালো ব্যবসা করবে, এমনটিই আশা করছেন হল মালিকরা।

ছবিটি কেমন চলছে জানতে চাইলে মিরপুরের সনি সিনেমা হলের ম্যানেজার আবদুস সামাদ এনটিভি অনলাইনকে বলেন, “আমাদের সিনেমা হলগুলোতে সাধারণত অ্যাকশন ও রোমান্টিক ছবি ভালো দেখেন দর্শক। মিরপুরে অনেক গার্মেন্টস রয়েছে। আর সেই গার্মেন্টসকর্মীরা আসলে ছবি বেশি দেখেন। ‘হালদা’ ছবিটি মুক্তি দেওয়ার পর দর্শক ছবিটি দেখছেন।”

সামাদ আরো বলেন, ‘শুক্রবার দিনের বেলা দর্শক কিছুটা কম ছিল। তবে ছবিটি দেখে দর্শক প্রশংসা করছেন। যে কারণে গতকাল সন্ধ্যার শোতে দর্শক বেড়েছে। রাতের শোতে ডিসি হাউস দর্শকে ভরপুর ছিল। আজকের দুপুরের শোতেও দর্শক অনেক ভালো ছিল। আসলে ছবি ভালো হলে দর্শক বাড়তে থাকে। এই ছবিতে আমরা সেই অবস্থা দেখছি। দর্শক হল থেকে বের হওয়ার সময় প্রশংসা করছেন এবং আস্তে আস্তে হলে দর্শকও বাড়ছে।’

বলাকা সিনেমা হলের টিকেট ম্যান হারুনর রশিদ। ছবিটি ভালো চলছে বলে জানান তিনি। হারুনর রশিদ বলেন, ‘মুক্তির প্রথম দিন থেকেই ছবিটি ভালো চলছে। গতকাল আমরা ছবির চারটি শো চালিয়েছি। এর মধ্যে তিনটি শো’র ডিসি হাউসফুল ছিল। আর সন্ধ্যার শোতে সিনেমা হল প্রায় ভরপুর ছিল। তবে সামনে আরো দর্শক বাড়বে বলে আমরা আশা করছি। আমাদের হলে ছবি দেখতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বেশি আসেন। আমি দেখেছি ছবিটি দেখে তাঁরা হয়েছেন অনেক উচ্ছ্বসিত।’

আব্দুস সামাদ ও হারুনর রশিদের মতো একই কথা বলেন শ্যামলী হলের ম্যানেজার স্বপন আহমেদ। তিনি বলেন, ‘সন্ধ্যার শোতে ছবিটির দর্শক বেড়েছে। টিকেটের জন্য অনেকে আমাকে ফোন দিচ্ছে। ছবিটি ভালো চলছে। এখন বিপিএল চলছে। এরপরও আমাদের প্রত্যাশার চেয়ে দর্শক আমরা বেশি পাচ্ছি। আমি মনে করছি, ছবিটি ব্যবসা সফল হবে।’

গতকাল শ্যামলী হলে ছবিটি দেখতে গিয়েছিলেন পরিচালক তৌকীর আহমেদ। তাঁর সঙ্গে ছিলেন ছবির কলাকুশলীরাসহ অভিনেত্রী বিপাশা হায়াত। হলে দর্শকের কাছ থেকে ইতিবাচক মন্তব্য ও সাড়া পেয়েছেন বলে জানান তৌকীর আহমেদ। তিনি বলেন, ‘ছবিটি দেখে দর্শক উচ্ছ্বাস প্রকাশ করেছেন। যা দেখে আমার ভালো লেগেছে।’

ছবিটি সারা দেশে পরিবেশনা করেছে ‘দি অভি কথা চিত্র’। প্রতিষ্ঠানটির কর্ণধার জাহিদ হাসান অভি বলেন, “সারা দেশ থেকে ছবিটির প্রশংসা পাচ্ছি। গতকাল সারা দেশে ছবিটি ভালো চলেছে। তার চেয়ে বড় বিষয় হচ্ছে ধীরে ধীরে ছবিটির দর্শক বাড়ছে। সব শ্রেণির দর্শক ছবিটি দেখছেন। যে ছবির দর্শক ধীরে ধীরে কমে, সেই ছবিই শেষ পর্যন্ত হলে চালানো সম্ভব হয় না। কিন্তু এই ছবির দর্শক আস্তে আস্তে বাড়ছে। আমার মনে হয়, ‘ঢাকা অ্যাটাক’ ছবিটির পর এই ছবি ভালো ব্যবসা করতে পারবে।”

প্রথমে সারা দেশের শতাধিক হলে ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও পরবর্তী সময়ে ৮১টি হলে ‘হালদা’ ছবিটি মুক্তি পেয়েছে বলে জানান অভি।

তৌকীর আহমেদ পরিচালিত ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, রুনা খান, ফজলুর রহমান বাবু, শাহেদ আলী, দিলারা জামান, মোমেনা চৌধুরী প্রমুখ।

আজাদ বুলবুলের গল্পে ‘হালদা’র চিত্রনাট্য লেখেছেন পরিচালক তৌকীর আহমেদ নিজেই। হালদার সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ।

অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র পরিচালনা করে সুনাম অর্জন করেছেন তৌকীর আহমেদ। তাঁর পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো ‘জয়যাত্রা’, ‘দারুচিনি দ্বীপ’, ‘অজ্ঞাতনামা’ ইত্যাদি।