দেশাত্মবোধক গানে টিপু, সালমা ও সুমন

Looks like you've blocked notifications!

বিজয় দিবস উপলক্ষে এই প্রথম একটি দেশের গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইবরার টিপু , সালমা ও এফ এ সুমন। গানটির কথা এমন : ‘সামনে চলার এখনই সময় / রাখব না আর সংশয়/ স্বাধীনতা দিয়েছে মোদের /বাংলার বুকে অভয়/ আমার মা, আমার দেশ/ভালোবাসি বাংলাদেশ।’

‘আমার দেশ’ শিরোনামের এই গানের কথা রচনা ও সুর করেছেন গীতিকার জিয়াউদ্দিন আলম, সঙ্গীতায়োজন  করেছেন সঙ্গীত শিল্পী প্রত্যয় খান। ৯ ডিসেম্বর শনিবার নিকেতনে ইকিউ মিউজিক স্টেশনে গানে কণ্ঠ দানের পাশাপাশি মিউজিক ভিডিও শুটিং করেন শিল্পীরা।

সালমা বলেন, ‘এই গানটাই আমার প্রথম দেশের গান। এর আগে দেশের গান গাওয়া হয়নি। চেতনাময় একটি খাঁটি দেশের গান গাইলাম। গানের কথা ও সুর আসাধারণ হয়েছে তাই গানটা কোনো প্যামেন্ট ছাড়াই গেয়েছি। আমার কাছে মনে হয়েছে দেশের মানুষকে জাগ্রত করার মতো একটি গান। আর এই গানের মাধ্যমে টিপু ভাই ও সুমন ভাইয়ের সাথে প্রথম কোনো গাওয়া গান আমার। দেশের প্রতি ভালোবাসার জায়গা থেকেই এমনটি করা। আশা করছি সবার ভালো লাগবে।’

মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন জিয়াউদ্দিন আলম। ক্যামেরায় সোহাগ খান, সম্পাদনা করছেন হাসান ফুয়াদ। মিউজিক ভিডিওটি ১৫ ডিসেম্বর সন্ধ্যায় ইউটিউবে প্রকাশিত হবে।