মূলধারার নির্মাতারা মুক্তিযুদ্ধের চলচ্চিত্র নির্মাণ করেন না কেন?

Looks like you've blocked notifications!

নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধকে তুলে ধরতে প্রতিবছরই নির্মাণ করা হয় একাধিক চলচ্চিত্র। তবে মূল ধারার নির্মাতাদের মুক্তিযুদ্ধ নিয়ে ছবি বানাতে সাধারণত দেখা যায় না। কিন্তু কেন?

এ বিষয়ে পরিচালক সোহানুর রহমান সোহান বলেন, ‘আমরা আসলে ছবি নির্মাণ করি ব্যবসার জন্য। আমাদের ছবিতে যাঁরা টাকা লগ্নি করেন, তাঁরা টাকা ফেরত পাওয়ার মতো গল্প নিয়ে কাজ করতে চান। আর মুক্তিযুদ্ধের ছবি ব্যবসায়িকভাবে সফল হয় না। এ কারণে আসলে কোনো প্রযোজক ছবি নির্মাণ করতে টাকা লগ্নি করতে চান না। তাই আমরাও মুক্তিযুদ্ধ নিয়ে ছবি নির্মাণ কম করি।’

তবে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র হওয়া উচিত, না হলে দেশের নতুন প্রজন্ম কিছুই জানবে না জানিয়ে আরেক পরিচালক বদিউল আলম খোকন বলেন, ‘আমরা সবাই জানি যে এই ধরনের ছবি তেমন ব্যবসা করতে পারে না। তাই আমরাও আগ্রহী হই না ছবি বানাতে। তবে সরকার প্রতিবছরই অনুদান দেয় ছবি নির্মাণ করার জন্য। সেখানে মুক্তিযুদ্ধের বিশেষ একটি কোটা রয়েছে। এখান থেকেই আসলে মুক্তিযুদ্ধের ছবি নির্মাণ করা হয়। তবে মূলধারার পরিচালকরা কেন এই অনুদান পান না, এটা অনুদানের কমিটি বলতে পারবে। এই বিষয়ে আমার একটা ক্ষোভ রয়েছে। এই বিষয়ে আমি কথা বলতে চাই না।

এই বিষয়ে পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘আমরা ছবি নির্মাণ করে সারা বছর সিনেমা হল ধরে রাখব। আর তথাকথিত কিছু লোক নিজেকে পরিচালক পরিচয় দিয়ে অনুদানের চলচ্চিত্রগুলোকে নিয়ে যাবে, নাটকের মতো স্ক্রিপ্ট বানিয়ে ছবি নির্মাণ করবে, এটা অন্যায়। একটা বিষয় আমরা সবাই জানি যে মুক্তিযুদ্ধের ছবি বানালে তা ব্যবসায়িকভাবে লাভ করতে পারবে না। আবার নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে অবশ্যই মুক্তিযুদ্ধের ছবি নির্মাণ করতে হবে। এ কারণে সরকার অনুদানের যে ছবি নির্মাণ করার জন্য টাকা দেয়, সেখানে মুক্তিযুদ্ধের একটা কোটা রয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে, এমন কিছু পরিচালক সেই টাকাগুলো নিয়ে যায়, যারা ঠিকমতো সিনেমা নির্মাণ করতে জানে না। আমি মনে করি, সরকার এই বিষয়ে উদ্যোগ নিয়ে মূলধারার নির্মাতাদের দিয়ে মুক্তিযুদ্ধের ছবি নির্মাণ করবে। তাহলেই সুন্দর ছবি পাওয়া যাবে। এই ছবি ব্যবসায়িকভাবেও সফল হবে।’