মেট্রোরেলের কারণে ভাঙা পড়বে এফডিসি

Looks like you've blocked notifications!

যোগাযোগব্যবস্থা উন্নত করতে রাজধানীতে শুরু হয়েছে মেট্রোরেলের কাজ। রেললাইনটি ঢাকার উত্তর থেকে বিভিন্ন প্রান্ত ছুঁয়ে যাবে দক্ষিণ প্রান্ত পর্যন্ত। আর এতে সরাতে হচ্ছে বিভিন্ন স্থাপনা। ভাঙা পড়ছে অনেক ভবন। এরই অংশ হিসেবে ভাঙা পড়বে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মূল ফটক। এফডিসির ১৩ শতাংশ জায়গা মেট্রোরেলের কারণে ছেড়ে দিতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মূল ফটক নতুন করে তৈরি করা হবে বলেও জানান এফডিসির ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন।

এনটিভি অনলাইনকে আমির হোসেন বলেন, ‘আমরা গত সপ্তাহে কর্তৃপক্ষের কাছ থেকে চিঠি পেয়েছি। যেকোনো দিন আমাদের এফডিসির একটির অংশ ভাঙা হবে, যেখান দিয়ে রেললাইনটি যাবে। আমরা এরই মধ্যে প্রস্তুতি নিয়েছি, জায়গা খালি করে রেখেছি। যেকোনো সময় ভাঙলে আমাদের কোনো সমস্যা নেই।’

আমির হোসেন আরো বলেন, ‘এফডিসির দক্ষিণ পাশের কিছু অংশ ভাঙা পড়বে। এতে করে আমাদের এখন যে গেট আছে, সেই গেটও ভাঙা পড়বে। আমাদের প্রায় ১৩ শতাংশ জায়গা রেলের কাছে চলে যাবে।’

নতুন প্রবেশদ্বার কোথায় বানানো হবে—জানতে চাইলে আমির হোসেন বলেন, ‘আমাদের যেহেতু নতুন একটি বহুতল বিল্ডিং করার পরিকল্পনাও আছে, আমরা এখন যে গেট নির্মাণ করব, তা পরের বহুতল বিল্ডিংয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে করছি। এখন গেটটি চলে আসবে দক্ষিণ অংশের মাঝামাঝিতে, মেট্রোরেল ও ফ্লাইওভারের নিচে হবে গেটটি।’ 

মেট্রোরেল ও নতুন ভবনের কারণে শুটিংয়ে সমস্যা হবে কি না জানতে চাইলে আমির হোসেন বলেন, ‘এফডিসি হবে প্রশাসনিক জায়গা। আর যে শুটিং ফ্লোর খালি থাকবে, সেখানে তো শুটিং করা যাবে। সময় উপযোগী সিনেমা বানাতে গেলে আরো সুন্দর গোছানো জায়গা দরকার, যা এফডিসির মতো ছোট জায়গায় সম্ভব নয়। যে কারণে আমরা কবিরপুর বঙ্গবন্ধু ফিল্মসিটিতে আধুনিক শুটিং জোন তৈরি করছি। আশা করি, শুটিংয়ের জন্য সুন্দর পরিবেশ দিতে পারব সেখানে।’