অন্তর জ্বালা

‘ছবি দেখে তিনি কেঁদেছেন’

Looks like you've blocked notifications!

হলের মালিকদের মুখে হাসি ফোটাচ্ছে ‘অন্তর জ্বালা’। গত শুক্রবার মুক্তি পাওয়া ছবিটি দেখে দর্শক চোখের পানি মুছছেন বলে খুশিই হচ্ছেন হলের মালিক ও সংশ্লিষ্টরা। রাজধানীর মধুমিতা সিনেমা হলের টিকেট চেকার আব্দুল মতিন জানালেন এমনটাই।

মতিন বলেন, ‘আমি অনেক বছর ধরে ছবি দেখি না। কিন্তু দর্শকদের চোখে পানি দেখে ছবিটি দেখার ইচ্ছে হলো। আমি নিজেও কেঁদেছি, ছবিটি আসলেই ভালো হয়েছে, তাই ব্যবসা করছে।’

সিনেমা হলটির সহকারী ম্যানেজার রমিজ উদ্দিন বলেন, ‘গত শুক্রবার ছবিটি মুক্তি পেয়েছে, প্রথম দিন ছবিটি সারাদিন তেমন ভালো যায়নি। তবে সন্ধার শো হাউসফুল ছিল। তবে পরের দিন শনিবার থেকে দর্শক বেড়েছে। গতকালও দুটি শো-ই হাউসফুল ছিল। ছবিটি এত ব্যবসা করবে আগে বুঝতে পারিনি।’

গত শনিবার মধুমিতা হলের ৩টার শো শেষ করে বেরিয়ে আসেন এক ব্যাংক কর্মকর্তা, নাম ফজলুল রহমান। তিনি সপরিবারে ছবিটি দেখেছেন। তিনি  বলেন, ‘অনেকদিন পর একটি ছবির গল্প দেখে মন খারাপ হয়েছে। আসলে আমাদের দেশের ছবি দর্শক দেখতে চায়, কিন্তু গল্প ও অভিনয় ভালো হয় না বলে আসতে ইচ্ছে করে না। পাশের বাসার একজনের কাছে ছবির গল্প শুনে দেখতে এলাম।’     

ফজলুর রহমানের স্ত্রী বলেন, ‘আগে তো ছবি দেখতেই চাইনি। পাশের বাসার ভাবি আমার কাছে অনেক প্রশংসা করেছেন, তার কথা শুনে ছবি দেখার জন্য আমার সাহেবকে জোড় করে ধরে এনেছি। এখন বলছে ছবির গল্প শুনে মন খারাপ হয়েছে, ছবি দেখে তিনি কেঁদেছেন।’

রাজধানীর সনি সিনেমা হলের এক দর্শক, পোশাক শ্রমিক আমিনুল হক ছবিটি দেখে বলেন, ‘আমরা সব সময়ই সনি সিনেমা হলে ছবি দেখি, ইদানীং যে ছবিগুলো মুক্তি পেয়েছে, তার বেশির ভাগই মারামারির, আমরা তো সুন্দর একটা গল্প দেখতে হলে আসি, এই ছবিতে তা পেয়েছি। এই ছবি দেখে কাঁদেনি, এমন কোনো দর্শক নেই। জায়েদ খানের ছবি দেখে কাঁদতে হবে তা আগে ভাবিনি। সত্যি ছবিটি ভালো হয়েছে।’

জায়েদ খান ও পরী মণি ছাড়াও ছবিতে অভিনয় করেছেন জয় চৌধুরী, মৌমিতা মৌ, অমিত হাসান, বরদা মিঠু প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে জায়েদ খানের সংস্থা জেড কে মুভিজ।