এফডিসির সিডাব হবে চলচ্চিত্র গবেষণাগার

Looks like you've blocked notifications!

এফডিসিভিত্তিক সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সহকারী পরিচালক সমিতি, সিডাবের নবনির্বাচিত কমিটি শপথ গ্রহণ করবে আজ মঙ্গলবার। গত ৮ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে জয় পায় ফারুক-মনির পরিষদ। দ্বিতীয়বারের মতো তাঁদের পুরো পরিষদ জয়ী হয়। 

সমিতির সভাপতি এস আই ফারুক বলেন, ‘আমি ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ চলচ্চিত্র সহকারী পরিচালকদের। কারণ তাঁরা আমাদের দ্বিতীয়বারের মতো নির্বাচিত করেছেন।

আমরা কথা দিচ্ছি, গত বছরের যে উন্নয়ন দেখে আমাদের নির্বাচিত করেছেন আমরা তা অব্যাহত রাখব। এবং যাঁরা সংগঠনের ক্ষতি করেছেন, তাঁদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করব। সংগঠনকে এগিয়ে নিতে আমরা নতুন কিছু পরিকল্পনা করব। চলচ্চিত্র উন্নয়নে সঠিক ভূমিকা পালন করতে চেষ্টা করব।’

সিডাবকে চলচ্চিত্র গবেষণাগার বানানো হবে জানিয়ে সাধারণ সম্পাদক কাজী মনির বলেন, ‘এখন দরকার চলচ্চিত্রের উন্নয়ন। আমরা আমাদের এই সংগঠনকে চলচ্চিত্রের গবেষণাগারে পরিণত করব। আমি মনে করি, এখন শুধু চলচ্চিত্র নির্মাণ নয়, বিশ্ব চলচ্চিত্র নিয়ে গবেষণা অনেক জরুরি। আর আজকের সহকারী যেহেতু আগামী দিনের পরিচালক, তাই আমাদেরই বেশি গবেষণা প্রয়োজন।’