কেন পেছাচ্ছে ‘নতুন মুখের সন্ধানে’?

Looks like you've blocked notifications!

দুই বছর ধরেই ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতাটি চালু করার কথা বলে আসছিল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। গত ১ জানুয়ারি প্রতিযোগিতাটি শুরু হওয়ার কথা থাকলেও সেটা করা সম্ভব হয়নি। তবে কি আরো পেছাবে এই প্রতিযোগিতা?

বিষয়টি নিয়ে জানতে চাইলে পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, ‘আমরা নতুন মুখের সন্ধানে অনুষ্ঠানটি পেছাইনি; বরং গোছাতে একটু সময় লাগছে। কারণ আমরা চাই, সারা দেশের সম্ভাবনাময় সব শিল্পী যেন এই অনুষ্ঠানে অংশ নিতে পারেন। যে কারণে সারা দেশে বিষয়টি নিয়ে আমরা কাজ করতে চাই। এই কাজ করার জন্য অনেক টাকা প্রয়োজন। আমরা এমন একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গে যুক্ত হতে চেয়েছি, যারা এই কাজটিতে আমাদের সাহায্য করার যোগ্যতা রাখে। এরই মধ্যে আমাদের সঙ্গে প্রথম সারির একটি কোম্পানি যুক্ত হয়েছে। বড় মাল্টিন্যাশনাল কোম্পানি যুক্ত হচ্ছে। আশা করি, সব গুছিয়ে আমরা খুব তাড়াতাড়ি কাজ শুরু করতে পারব।’

আগামী ২০ জানুয়ারির মধ্যে সম্ভাব্য তারিখ ঘোষণা হবে জানিয়ে খোকন বলেন, ‘এখন আমরা পুরো প্ল্যানটা গোছাচ্ছি, সবার সহযোগিতা নিয়ে আশা করি সুন্দরভাবে আমরা শিল্পী বাছাই করতে পারব। আর আমরা চেষ্টা করছি এই শীতের মধ্যে কাজটি শেষ করতে, কারণ বৃষ্টি শুরু হয়ে গেলে কাজটি করা কষ্ট হয়ে যাবে।’

মান্না, সোহেল চৌধুরী, দিতি, অমিত হাসান, আমিন খান, মিশা সওদাগরসহ জনপ্রিয় অনেক শিল্পী বাংলাদেশ চলচ্চিত্রে এসেছেন ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার মাধ্যমে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার উদ্যোগে এর আগে ১৯৮৪, ১৯৮৮ ও ১৯৯০ সালসহ মোট তিনবার ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।