এবার ‘রঙিন পাতা’য় তারিনের সঙ্গে রুম্মান রশিদ খান

মিডিয়া জগতের জনপ্রিয় দুই মুখ তারিন জাহান ও রুম্মান রশিদ খান। তাঁরা একসঙ্গে এনটিভির বিনোদনমূলক ধারাবাহিক অনুষ্ঠান ‘রঙিন পাতা’র অতিথি হয়েছেন।
জনপ্রিয় এই অনুষ্ঠানটির ২৫তম পর্ব আগামী রোববার রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে। বিশেষ এই পর্বে প্রথমবারের মতো এক ফ্রেমে তারিন জাহান ও রুম্মান রশিদ খানকে টিভি পর্দায় দেখা যাবে।
কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন পারিহা লিমা। অনুষ্ঠানটির গ্রন্থনা ও গবেষণা করেছেন নাইস নূর।
অনুষ্ঠানটি প্রসঙ্গে জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান বলেন, ‘রুম্মান আমার ছোট ভাই। রুম্মানের লেখার সঙ্গে আমার পরিচয় হয়েছিল অনেক আগেই। রুম্মানের লেখার গাঁথুনি অসাধারণ। আমার নেওয়া রুম্মানের সাক্ষাৎকারগুলো আমার খুব ভালো লাগত।’
অন্যদিকে, রুম্মান রশিদ খান বলেন, ‘তারিন আপুর সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক। এই অনুষ্ঠানে তারিন আপু সম্পর্কে বেশ কিছু অজানা কথা আমি বলেছি। আশা করছি, দর্শক অনুষ্ঠানটি উপভোগ করবেন।’
প্রযোজক কাজী মোস্তফা বলেন, ‘রঙিন পাতা অনুষ্ঠানটির পরিকল্পনা আমি অনেক আগেই করেছিলাম। যখন থেকে অনুষ্ঠানটির পরিচালনা শুরু করলাম, তখন থেকেই ভালো সাড়া পাচ্ছি। অনুষ্ঠানটির ২৫তম পর্ব প্রচার হতে যাচ্ছে। সামনে অনুষ্ঠানটির আরো চমক রাখার চেষ্টা আমরা করব।’
এর আগে ‘রঙিন পাতা’ অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন সুবর্ণা মুস্তাফা, সোহেল রানা, মেহের আফরোজ শাওন, তাহসান, অপু বিশ্বাস, জাকিয়া বারী মম, বিদ্যা সিনহা মিম, বাপ্পী, সায়মন প্রমুখ।
‘রঙিন পাতা’ অনুষ্ঠানটিতে একজন বিনোদন সাংবাদিক ও একজন তারকা শিল্পী অতিথি হয়ে আসেন। কাজের বাইরেও শিল্পী ও সাংবাদিকের মধ্যে সম্পর্ক অনেক আন্তরিক হয়। এই বিষয়গুলো অনুষ্ঠানে তুলে ধরা হয়। এ ছাড়া মিডিয়ার কাজের অনেক বিষয় নিয়ে আলাপ করেন অতিথিরা।