প্রযোজক শুভ ও চার নায়িকার পাল্টাপাল্টি অভিযোগ

Looks like you've blocked notifications!

নবাগত প্রযোজক-অভিনেতা শুভ চৌধুরীর বিরুদ্ধে অর্থ না দেওয়াসহ বিভিন্ন অভিযোগ এনেছেন চার নায়িকা। এদিকে নবাগত এই অভিনেতার  দাবি, নায়িকা পছন্দ না হওয়ায় এই নায়িকাদের সিনেমা থেকে বাদ দিয়েছেন তিনি। 

চার নায়িকা পাপিয়া, আরিশা, জারা ও বৃষ্টির অভিযোগ, সিনেমাতে তাঁদের চরিত্র নিয়ে ধোঁয়াশা ছিল। নবাগতা আরিশা এনটিভি অনলাইনকে বলেন, “ছোটবেলা থেকেই আসলে চলচ্চিত্রে কাজ করার আগ্রহ ছিল। ফেসবুক থেকে প্রযোজকের সাথে পরিচয়। প্রথম থেকেই টাকা নিয়ে টালবাহানা শুরু হয় তাদের। প্রথমে বলেছিল মহরতের পরে টাকা দেবে। এখন বলছে, গানের শুটিং করার পর টাকা দেবে। আসলে উনাদের কথায় আমার বিশ্বাস উঠে গেছে। ভবিষ্যতে কোনো ছবিতে কাজ করার ইচ্ছা নষ্ট হয়ে গেছে। জানি না আর কোনো দিন ছবিতে কাজ করব কি না।’ 

শুভর বিরুদ্ধে পাপিয়া অভিযোগ করে বলেন, ‘ফেসবুকে আমাকে প্রায়ই নক করতেন শুভ । বারবার মেসেজ পাঠাতেন। একদিন আমার মনে হলো দেখি বিষয়টা কী। তিনি আমাকে গানের লিংক পাঠালেন, শুনে ভালো লাগল, কথাও হলো। ছবির প্রস্তাব দিলে আমি রাজি হয়ে যাই। কারণ আমি ছোটবেলা থেকেই র‍্যাম্পসহ অনেক কাজ করেছি। গল্প শোনার জন্য একদিন বিএফডিসিতে ডাকলে আমি সেখানে গিয়ে দেখা করি। গল্প শুনে ভালো লাগে, কিন্তু মহরত অনুষ্ঠানে গিয়ে দেখি নায়িকা চারজন। গল্প ঠিক নেই। টাকার কথা বললে, বলেন কত টাকা লাগবে, গাড়ি বাড়ি সব দিচ্ছি। শুটিংয়ে যাওয়ার বিষয়ে শুভ অভিভাবক নিতে মানা করেন এবং বাজে দিকে ইঙ্গিত করেন। এভাবেই আসলে অবিশ্বাস শুরু হয়। ভুলটা আসলে আমারই, কারণ কোনো খবর না নিয়ে এভাবে কাজে রাজি হয়ে যাওয়া ঠিক হয়নি।’ 

এসব অভিযোগ অস্বীকার করে নবাগত প্রযোজক-অভিনেতা শুভ চৌধুরী বলেন, ‘এসব অভিযোগ আসলে অবান্তর। আমি ছবিতে কাজ করব এটা অনেক দিনের ইচ্ছা। ছবির নায়িকা দেখেই আমার পছন্দ হয়নি, আমি বিষয়টি প্রযোজককে জানালে তিনি আর নতুন নায়িকাদের সাথে সাইনিং নিয়ে কথা বলেননি। আমি আসলে যাঁরা এখন কাজ করছেন, তাঁদের নিয়েই কাজ করতে চাই। অবশ্য আমাদের দুই নায়িকার সাথে কথা চলছে, আশা করছি খুব তাড়াতাড়ি আমরা সবাইকে ডেকে বিষয়টি নিয়ে বসব। এই চার নায়িকার বিষয়ে আমি খোঁজখবর নিয়ে আপত্তিকর খবর পেয়েছি, যে কারণে আমি এসবের সাথে নিজেকে জড়াতে চাই না।’ 

শাহাদাৎ হোসেন লিটনের পরিচালনায় নায়িকা মাহির সঙ্গে একটি ছবিতে কাজ করবেন বলে জানান শুভ। খুব শিগগিরই এই ছবির ঘোষণা দেওয়া হবে বলেও এনটিভি অনলাইনকে বলেন শুভ। তিনি এ প্রসঙ্গে বলেন, ‘আমি আর কোনো নতুন নায়িকার সাথে কাজ করতে চাই না। নায়িকা মাহির সঙ্গে আমি একটি ছবি করব, বিষয়টি চূড়ান্ত করেছি। আশা করি, খুব তাড়াতাড়ি এই বিষয়ে প্রেস কনফারেন্স করে জানাব।’  

প্রযোজক-অভিনেতা শুভ ও চার নায়িকার অভিযোগ, পাল্টা অভিযোগ নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক  অমিত হাসান বলেন, ‘মূল ঘটনা আসলে কী, এটা আমাদের পক্ষে জানা সম্ভব নয়। এর আগেও এ ধরনের অভিযোগ শুনেছি, কিন্তু শিল্পীরা নিজেরা যদি ভুল করেন তাহলে আমাদের কিছু করার থাকে না। ফেসবুক দেখে একজন বলল, তুমি আমার ছবির নায়িকা হবে আর শুরু হয়ে গেল ছবির শুটিং। অভিনয় এত সোজা নয়।

কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়া সবোর্চ্চ মাধ্যমে কাজ করার সাহসটাই তো হওয়ার কথা নয়। আমাদের সমিতিতে এসে যদি খবর নিয়ে যান শিল্পীরা তাহলেই তাঁরা জানতে পারবেন কাদের সাথে কাজ করা নিরাপদ। আর আমাদের সাথে যোগাযোগ রেখে কেউ কাজ করতে গেলে, আশা করি কোনো ঝামেলা পোহাতে হবে না।’   

এদিকে শুভ চৌধুরী ‘কেন্দ্রবিন্দু’ ও ‘মন ছুঁয়ে যায়’ নামে দুটি সিনেমার মহরত করলেও সেসব সিনেমার শুটিংয়ের কোনো খবর নেই। তবে তার দাবি, সব সিনেমার শুটিংই তিনি যথাসময়ে শুরু করবেন।