ইউটিউবে আসাদুজ্জামান রনির ‘বিদ্বেষী’

Looks like you've blocked notifications!
‘বিদ্বেষী’ গানের একটি দৃশ্যে আসাদুজ্জামান রনি। ছবি : সংগৃহীত

বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে আসাদুজ্জামান রনি গেয়েছেন ‘বিদ্বেষী’ শিরোনামের একটি গান। সম্প্রতি গানটি তাঁর নিজস্ব  ইউটিউবে  চ্যানেলে প্রকাশিত হয়েছে।

গানের  প্রথম লাইনগুলো হলো, ‘মাতৃভাষায় নাই প্রীতি যার, নাই যার পিছুটান, অধিকার নেই কণ্ঠে ধরার প্রভাতফেরির গান, তোরা যারা সভ্য হবার বাহানায় ভিনদেশি, তোদের প্রতি শহীদ মিনার হল আজ বিদ্বেষী, বিদ্বেষী, বিদ্বেষী।'

আসাদুজ্জামান রনি  জানান, এটা গান নয় বরং শ্লোগান। তিনি  বলেন, ‘সালাম-রফিকদের রক্তের প্রতি শ্রদ্ধা যাদের নেই, সেইসব রক্ত মেশানো মাতৃভাষায় প্রীতি যাদের নেই, পিছুটান যাদের নেই, যারা সভ্য হতে ভিনদেশী সাজার ব্যর্থ চেষ্টায় রত; প্রভাতফেরীর গান তাদের কন্ঠে উঠলে শহীদ মিনার কেঁপে ওঠে রাগে, বিদ্বেষে। এই কথাগুলো আমি গান  কিংবা স্লোগানের  মাধ্যমে বলার চেষ্টা করেছি।’

‘বিদ্বেষী’ গানটির সমন্বয়ক আহম্মেদ হুমায়ূন এবং চিত্র নির্দেশক ছিলেন সঞ্জয় সমদ্দার। আসাদুজ্জামান রনি  সংগীতচর্চার পাশাপাশি শিক্ষকতা ও বই সম্পাদনা করছেন। ভবিষ্যতে  দেশের জন্য আরও বিপ্লবী গান গাইতে চান বলে জানান তিনি।