শ্রীদেবীর অজানা ছয় তথ্য

Looks like you've blocked notifications!

শ্রীদেবী হুট করেই ৪৫ বছর বয়সে মারা যান গত শনিবার রাতে। একসময়কার বলিউডের তুমুল জনপ্রিয় এই নায়িকাকে নিয়ে কৌতূহলের শেষ নেই ভক্ত ও দর্শকদের। তাঁদের জন্য শ্রীদেবীর জীবনের অজানা ছয়টি তথ্য দেওয়া হলো।

১. সবাই জানে, ১৩ বছর বয়সে ‘জুলি’ ছবির মাধ্যমে চলচ্চিত্র দুনিয়ায় প্রবেশ ঘটে শ্রীদেবীর। সেই ছবি কিন্তু শ্রীদেবীর প্রথম নয়। মাত্র চার বছর বয়সে তামিল ছবি ‘থুনাইভান’-এর মাধ্যমে চলচ্চিত্রের পর্দায় আসেন শ্রীদেবী। 

২. ‘টাইটানিক’ খ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গ ১৯৯৩ সালে ‘জুরাসিক পার্ক’ ছবির একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন শ্রীদেবীকে। কিন্তু তিনি তা ফিরিয়ে দিয়েছিলেন।

৩. ‘জুরাসিক পার্কে’র মতোই বলিউডের সুপারহিট ছবি ‘বেটা’ ও ‘ডর’-এ প্রস্তাব করা হয়েছিল তাঁকে। কিন্তু শ্রীদেবী তা ফিরিয়ে দিয়েছিলেন। 

৪. ১৩ বছর বয়সে মন্দ্রু মুদিচু ছবিতে রজনীকান্তের সৎমায়ের ভূমিকায় অভিনয় করেন তিনি। 

৫. ‘জুলি’-কে শ্রীদেবীর প্রথম ছবি ধরা হলেও ‘সোলভা সাওয়ান’ ছবির মাধ্যমে কেন্দ্রীয় নারী চরিত্রে প্রথম অভিনয় করেন তিনি। 

৬. ২০০২ সালে ‘শক্তি’ ছবির মাধ্যমে আবার চলচ্চিত্রের পর্দায় ফিরতে চেয়েছিলেন শ্রীদেবী। কিন্তু মা হওয়ার কারণে তাঁর বদলি হিসেবে কারিশমা কাপুরকে নেওয়া হয়।