‘অসাধারণ অভিনয়শিল্পী পরী মণি’

Looks like you've blocked notifications!

কোনোরকম কাটাছেঁড়া ছাড়াই ছাড় পেয়েছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’। গতকাল রোববার সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পাওয়ার কথা নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের সদস্য ও প্রযোজক নাসির উদ্দিন দিলু।

নাসির উদ্দিন এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা সবাই ছবিটি দেখে মুগ্ধ হয়েছি। গতকাল ছবিটি দেখে বিনা কর্তনে ছাড়পত্র দেওয়া হয়েছে। আমার মনে হয়, এমন চলচ্চিত্র সিনেমা হলে দর্শক ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে।’

ছবিতে অভিনয় করেছেন পরী মণি। পরীর অভিনয় নিয়ে নাসির উদ্দিন বলেন, ‘অসাধারণ অভিনয়শিল্পী পরী মণি। আমরা সবাই অবাক হয়ে তাঁর অভিনয় দেখেছি। আমার মনে হয়, তাঁকে দিয়ে আমরা গল্পনির্ভর সুন্দর ছবি দিয়ে বানাতে পারি, যা দর্শক পছন্দ করবে।’

পরিচালক সমিতির সভাপতি ও সেন্সর বোর্ডের সদস্য মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘আমি ছবিটি যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটিতে প্রথম দেখেছি। তখনই ছবিটি আমার ভালো লাগে। শিল্পীদের অভিনয় লোকেশন, মেকিং সবকিছু সময় উপযোগী মনে হয়েছে।’

ছবিটি নিয়ে পরী মণি বলেন, “আমি ‘স্বপ্নজাল’-এর অপেক্ষায় আছি। ছবি মুক্তির জন্য দিন গুনছি। আজ ছবির মুক্তির তারিখ নির্ধারণ হবে। আশা করি, খুব তাড়াতাড়ি দর্শকদের সামনে ছবিটি নিয়ে হাজির হবো। দর্শক ছবিটি পছন্দ করবে বলে আশা করছি।”

ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন পরী মণি। তাঁর বিপরীতে আছেন ইয়াশ রোহান। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ‘স্বপ্নজাল’ ছবির শুটিং শুরু হয় চাঁদপুরের ডাকাতিয়া নদীর পাড়ে। বাংলাদেশ ছাড়াও কলকাতায় ছবির চিত্রায়ণ করা হয়। পরিচালনার পাশাপাশি ছবির কাহিনী ও চিত্রনাট্য করেছেন গিয়াস উদ্দিস সেলিম।

পরী ও ইয়াশ ছাড়াও অভিনয় করেছেন গুণী অভিনেতা মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহিদুল আলম সাচ্চু, শিল্পী সরকার অপু, শাহানা সুমী, ফারহানা মিঠু, ইরফান সেলিম, আহসানুল হক মিনু, ইরেশ যাকের, শাহেদ আলী, মুনিয়া প্রমুখ।