বিশ্বকাপ নিয়ে ‘জলিলের বিশ্বাস’

Looks like you've blocked notifications!
‘জলিলের বিশ্বাস’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের একটি দৃশ্য। ছবি : সংগৃহীত

জলিল একজন রিকশাচালক। এই সরলমনা মানুষটির বিশ্বাস, তিনি ক্রিকেট খেলা দেখলেই বাংলাদেশ খেলায় জয়ী হয়। কিন্তু তাঁর বাসায় খেলা দেখার টিভি নেই। সে জন্য তিনিসহ তাঁর পরিবারের সবাই মিলে বেশি বেশি পরিশ্রম করে টাকা উপার্জন শুরু করে। একপর্যায় তাঁরা টিভি কিনতে সক্ষম হন। তারপর? 

না, এটি কোনো খবর বা বইয়ের গল্প নয়। এটি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাহিনী, নাম- ‘জলিলের বিশ্বাস’। শর্টফিল্মটি নির্মাণ করেছেন নির্মাতা ভিকি জায়েদ। ‘জলিলের বিশ্বাস, আমাদের বিশ্বাস, এবার আনবে বিশ্বকাপ’-এমনই আশাবাদী এক ট্যাগ দেওয়া হয়েছে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। 

দেশের সর্বস্তরের মানুষের বিশ্বাস এবার ‘বিশ্বকাপ’ আনবে বাংলাদেশ। এমন বিশ্বাস বুকে ধারণ করে বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠান ‘মোশন ভাস্কর’ নির্মাণ করেছে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জলিলের বিশ্বাস’। এর আগে মোশন ভাস্কর ব্রেস্ট ক্যানসার, ইভ টিজিং, সেলফি, যাকাতবিষয়ক সচেতনতামূলক ভিডিও এবং ফুটবল বিশ্বকাপ চলাকালীন ‘টোকেন অব লাভ ফর হন্ডুরাস’ শিরোনামের প্রমোশনাল টিভিসি নির্মাণ করেছিল।