ডিপজলের ‘এক কোটি টাকা’র শুটিং শুরু হচ্ছে আবার

Looks like you've blocked notifications!

গত বছরের প্রথম দিকে ঘোষণা দিয়েই চলচ্চিত্রে ফেরেন মনোয়ার হোসেন ডিপজল। ছটকু আহমেদের পরিচালনায় শুরু করেন ‘এক কোটি টাকা’ শিরোনামের চলচ্চিত্র। তবে টানা শুটিং করেও শেষ হয়নি চলচ্চিত্রের কাজ। তা হলে কি বন্ধ হয়ে যাবে ছবিটি?

মনোয়ার হোসেন ডিপজল বলেন, “আমার অংশের শুটিংগুলো শুধু বাকি আছে। তা কিছুদিনের মধ্যেই আবার শুরু হবে। ছবির গল্পের প্রয়োজনে আমরা শুটিং করব কক্সবাজার। ছবির পরিচালক এরই মধ্যে কক্সবাজার গিয়েছেন। সেখানে আমার নতুন ছবি ‘পাথরের মন’ ছবির শুটিং করব। একই সঙ্গে ‘এক কোটি টাকা’ ছবির শুটিংও শেষ করব।”

বিষয়টি নিয়ে ছটকু আহমেদ বলেন, ‘আমরা ছবির ৬০ শতাংশ শুটিং শেষ করেছি। শুধু ডিপজল সাহেবের যে সিক্যুয়েন্স আছে, সেগুলোই বাকি আছে। মাত্র ১৫ দিনের মতো শুটিং করতে পারলেই কাজটি শেষ হয়ে যায়। আশা করি, আগামী মাসে আমরা তা শেষ করতে পারব।’ 

ছবির কাহিনী প্রসঙ্গে ছটকু আহমেদ বলেন, ‘আমরা ছবির গল্পটা ছিল ছোট একটা মেয়ে লটারিতে এক কোটি টাকা পায়। এই লটারি নিয়ে মেয়েটির জীবন বিষিয়ে তোলে কিছু লোক, তখন ডিপজল সাহেব মেয়েটির পাশে দাঁড়ান। এই মেয়ের চরিত্রে অভিনয় করেছেন চাঁদনী চৌধুরী। সে তখন ক্লাস থ্রিতে পড়ত, এখন ক্লাস ফোরে পড়ে। মেয়েরা দ্রুত বড় হয়ে যায়, যে কারণে এখনই ছবির কাজটি শেষ করতে হবে।’ 

ছবিতে ডিপজলে সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন নায়িকা আঁচল। এ ছাড়া অভিনয় করেছেন নায়ক বাপ্পী ও শিরিন শিলা।