৯০তম অস্কারে ফ্যান্টাসি ছবির বাজিমাত

Looks like you've blocked notifications!

চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে কুলীন পুরস্কার হিসেবে বিবেচনা করা হয় একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারকে। স্থানীয় সময় রোববার রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে অস্কারের ৯০তম আসর বসে। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ছবি থেকে বাছাই করে সেরা চলচ্চিত্র, অভিনেতা-অভিনেত্রীসহ মোট ২৪টি বিভাগে এ সময় দেওয়া হয় সেরার পুরস্কার। সিএনএনের  সৌজন্যে চলুন জেনে নিই, কারা জিতে নিলেন এবারের মর্যাদাপূর্ণ অস্কারের খেতাব।

সেরা ছবি
দ্য শেইপ অব ওয়াটার

সেরা পরিচালক
গিয়েরমো দেল তোরো, দ্য শেইপ অব ওয়াটার

সেরা অভিনেতা
গ্যারি ওল্ডম্যান, ডার্কেস্ট আওয়ার

সেরা অভিনেত্রী
ফ্রান্সিস ম্যাকডোরমেন্ড, থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি

পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা
স্যাম রকওয়েল, থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি

পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী
অ্যালিসন জ্যানি, আই, টনিয়া

সেরা অ্যানিমেটেড ছবি (পূর্ণদৈর্ঘ্য)

কোকো
সেরা অ্যানিমেটেড ছবি (স্বল্পদৈর্ঘ্য)
ডিয়ার বাস্কেটবল

সেরা স্বল্পদৈর্ঘ্য ছবি 
দ্য সাইলেন্ট চাইল্ড 

বিদেশি ভাষায় নির্মিত সেরা ছবি
এ ফ্যান্টাস্টিক ওম্যান (চিলি)

সেরা তথ্যচিত্র (স্বল্পদৈর্ঘ্য) 
হ্যাভেন ইস আ ট্রাফিক জ্যাম অন দ্য ৪০৫

সেরা তথ্যচিত্র (স্বল্পদৈর্ঘ্য)
ইকারুস

সেরা গান
রিমেম্বার মি, কোকো

সেরা আবহসংগীত
দ্য শেইপ অব ওয়াটার

সেরা সংগীত সম্পাদনা 
ডানকার্ক 

সেরা সংগীত মিশ্রণ
ডানকার্ক 

সেরা মৌলিক চিত্রনাট্য
গেট আউট

সেরা চিত্রনাট্য (অ্যাডাপটেড)
কল মি বাই ইওর নেম

সেরা সিনেমাটোগ্রাফি
ব্লেড রানার ২০৪৯

সেরা সম্পাদনা
ডানকার্ক

সেরা প্রোডাকশন ডিজাইন
দ্য শেইপ অব ওয়াটার

সেরা কস্টিউম ডিজাইন
ফ্যান্টম থ্রেড

সেরা ভিজ্যুয়াল এফেক্ট
ব্লেড রানার ২০৪৯

সেরা সম্পাদনা
ডানকার্ক 

মেকআপ এবং চুলের স্টাইল 
ডার্কেস্ট আওয়ার