ছবি নয়, সিনেমা হলে চলবে লাইভ ক্রিকেট

Looks like you've blocked notifications!
রাজধানীর জোনাকি সিনেমা হল। ছবি : সংগৃহীত

রাজধানীর জোনাকি সিনেমা হলে ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি অনেকদিন ধরে চলছে। তবে ছবিটির  আজ সন্ধ্যা ৬টা ও রাত ৯ টার শো বন্ধ থাকবে। ছবিটির বদলে নিদাহাস ট্রফির ফাইনাল খেলা দেখানোর সিদ্ধান্ত নিয়েছে জোনাকি হল কর্তৃপক্ষ।

বাংলাদেশ বনাম ভারতের ফাইনাল ম্যাচের খেলা শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। হলের গেট খোলা হবে সন্ধ্যা ৭টায়। ডিসি সিটে খেলা দেখতে জনপ্রতি ৭০ টাকা এবং রিয়ার সিটে ৬০ টাকা লাগবে  বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন জোনাকি সিনেমা হলের ম্যানেজার দেলোয়ার হোসেন।

সিনেমা বন্ধ করে কেন খেলা দেখানো হবে জানতে চাইলে দেলোয়ার হোসেন বলেন, ‘ছবি বন্ধ করে হলে খেলা আমরা দেখাব বিষয়টা সেরকম নয়। ছবি বন্ধ করেছি আমি এভাবে বলতে চাই না। অতীতের অভিজ্ঞতা থেকে এ রকম সিদ্ধান্ত নিয়েছি আমরা। যেকোনো ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় যদি বাংলাদেশ থাকে তাহলে সেদিন সিনেমা হলে দর্শক আমরা পাই না। পেলেও হাতে গোনা দুই থেকে তিনজন। এ জন্য আমরা আজ খেলা দেখানোর সিদ্ধান্ত নিয়েছি।’

সিনেমা হলে খেলা দেখানো হলে এতে চলচ্চিত্র শিল্পের ক্ষতিগ্রস্থ হবে কি না, জানতে চাইলে দেলোয়ার হোসেন বলেন, ‘না, আমি সেরকম ভাবছি না। এর আগেও বিপিএলে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচ এবং বিশ্বকাপের কিছু উল্লেখযোগ্য খেলাও আমরা সিনেমা হলে দেখিয়েছিলাম। দর্শকের সাড়াও পেয়েছি  ভালো।’