স্বাধীনতা দিবসে এফডিসিতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা

Looks like you've blocked notifications!

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ সোমবার এফডিসিতে বিনামূল্য স্বাস্থ্যসেবার আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ও শিল্পী সমিতি। বিনামূল্য চিকিৎসাসেবা প্রদান করছে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল।

পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন এনটিভি অনলাইনকে বলেন, ‘ আজ মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আমরা এই বিনামূল্যে চিকিৎসাসেবার আয়োজন করেছি। এখানে চলচ্চিত্রকর্মীরা  চেকাপ করাচ্ছেন। আজ সকাল ১১টায় শুরু হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত চলবে এই সেবা। যাঁরা চেকাপ করাতে চান, তাঁরা চলে আসতে পারেন।’

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান এনটিভি অনলাইনকে বলেন, ‘আমাদের চলচ্চিত্রের লোকগুলো অনেক বেশি পরিশ্রম করেন, সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। আর নিজের কোনো অসুখ-বিসুখ হলে মনে করেন এমনিতেই সেরে যাবে। নিজের বিষয়ে খেয়াল করেন না। যে কারণে এক সময় বড় ধরনের অসুখে পড়তে হয়। আবার এমনও হয় হাসপাতালে গিয়ে সিরিয়াল নিয়ে বসে থাকতেও অনেকেই সঙ্কোচ বোধ করেন। তাই  চলচ্চিত্রের মানুষের জন্য একটা রুটিন চেকাপের ব্যবস্থা এখানে করা হয়েছে। আপনাকে ডাক্তার দেখানোর জন্য এফডিসির বাইরে যেতে হবে না। এখানেই চেকাপ করে জেনে নিতে পারবেন আপনার কোনো সমস্যা আছে কি না।’

আজ সকাল ১১টায় এফডিসিতে স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হয়।  এ সময় সেখানে উপস্থিত ছিলেন, পরিচালক মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকন, শাহ আলম কিরণ, নায়ক ইলিয়াস কাঞ্চন, জায়েদ খান প্রমুখ। আজ সারাদিনই এই সেবা কার্যক্রম চলবে।