‘সিনেমা হলে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখালে ভালো হতো’

Looks like you've blocked notifications!
‘ঘ্রাণ’ ছবির একটি দৃশ্য। ছবি : সংগৃহীত

‘ঘ্রাণ স্বল্পদৈর্ঘ্য ছবিটি দেশ ও দেশের বাইরে এখন পর্যন্ত ২০টি ফেস্টিভ্যালে দেখানো হয়েছে। বেশকিছু পুরস্কার পেয়েছে ছবিটি, কিন্তু রাষ্ট্রের স্বীকৃতি পাওয়া অন্য রকম আনন্দের।’ কথাগুলো এনটিভি অনলাইনকে বলেছেন পরিচালক এস এম কামরুল আহসান লেনিন।

তাঁর পরিচালনায় ‘ঘ্রাণ’ এবার ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬’ সালের শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের স্বীকৃতি পেয়েছে। 

নিজের অনুভূতি জানিয়ে এস এম কামরুল আহসান লেনিন আরো বলেন, ‘খুব ভালো লাগছে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না।’ তিনি আরো বলেন, ‘আমাদের দেশে সিনেমা হলে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখালে ভালো হতো। তাহলে অনেক মানুষ একসঙ্গে ছবিটি দেখতে পেতেন। ইউটিউবে আমি শুধু ছবির ট্রেইলার রেখেছি।’

ঘ্রাণ স্বল্পদৈর্ঘ্য ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, তৌকীর আহমেদ, সাবেরী আলম, নির্ঝর আহসান ও অনেক শিশুশিল্পী।