কেমন চলছে ‘পলকে পলকে তোমাকে চাই’?

Looks like you've blocked notifications!

বাপ্পী চৌধুরী ও মাহিয়া মাহি অভিনীত ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবিটি সারা দেশে ৭১টি সিনেমা হলে মুক্তি পেয়েছে গত শুক্রবার। ছবিটি পরিচালনা করেছেন শাহনেওয়াজ শানু। ছবিটি মুক্তির পরে ভালো চলছে বলে জানান সনি সিনেমা হলের ম্যানেজার আবদুস সামাদ।

এনটিভি অনলাইনকে আবদুস সামাদ বলেন, ‘শুক্রবার হঠাৎ করেই ছবিটি মুক্তি পেয়েছে। আমরা অন্য ছবির প্রচারণা চালিয়ে ছিলাম। যে কারণে দর্শক জানতেন না এখানে বাপ্পীর ছবি মুক্তি পাচ্ছে। কিন্তু তার পরও ছবিটি ভালো চলছে। শুক্রবার দিনের বেলায় দর্শক কিছুটা কম হলেও সন্ধ্যা ও রাতে দুটি শোতে দর্শক বেশি ছিল। তবে সেই  তুলনায় শনি ও রোববার দর্শক বেড়েছে। আসলে ছবিটি কোনো প্রচারণা ছাড়াই মুক্তি পেয়েছে, তা না হলে শুক্রবার থেকেই দর্শক আরো বেশি হতো।’  

ফার্মগেটে অবস্থিত আনন্দ সিনেমা হলের টিকেট চেকার আবদুল মতিন বলেন, “খুব ভালো বলা যাবে না। এ বছর তেমন কোনো ছবি মুক্তি পায়নি, যা পেয়েছে তার মধ্যে তেমন কোনো ছবি ব্যবসা করতে পারেনি। মাঝে শাকিব খানের ‘আমি নেতা হবো’ ছবিটি  মোটামুটি  ব্যবসা করেছে। তার পর  বাপ্পীর এই ছবি কিছুটা দর্শক টানছে। সেই হিসেবে এই বছর আমরা শাকিবের ছবির পরেই বাপ্পীর ছবিতে দর্শক পেয়েছি। তাও আশা জাগানোর মতো নয়। আসলে সারা বছর ভিনদেশি ছবি চলে সিনেমা হলে, যা সবাই বাসায় বসে টিভিতেই দেখতে পায়। আর আমাদের ছবি মুক্তি পাচ্ছে কম। আবার কিছু ছবি মুক্তি পাচ্ছে, যার মান খুব খারাপ। যে কারণে আসলে দর্শক অনেক কমে গেছে।’

টঙ্গীর চম্পাকলি সিনেমা হলের সহকারী ম্যানেজার মকবুল হোসেন ছবিটি নিয়ে অনেক আশাবাদী বলে জানান। তিনি বলেন, ‘এই সপ্তাহটা একটু ভালো যাচ্ছে। শুক্রবার দিনের বেলায় দুই শোতে একটু কম দর্শক হলেও সন্ধ্যা থেকে সিনেমা হল দর্শকপূর্ণ ছিল। তবে গত দুদিন তিনটি শো হাউসফুল ছিল। আশা করছি, এই সপ্তাহটা ভালোই যাবে। আসলে নায়ক বাপ্পী ও মাহির দর্শক রয়েছে, যাঁরা তাঁদের ছবি দেখতে চান। যে কারণে ছবিটি নিয়ে আমরা আশাবাদী।’    

বর্তমানে ঢাকাই চলচ্চিত্রের ব্যস্ততম নায়কদের মধ্যে অন্যতম বাপ্পী চৌধুরী। ‘ভালোবাসার রং’ ছবির মাধ্যমে ঢালিউডে তাঁর অভিষেক হয়। নায়িকা মাহিয়া মাহিরও অভিষেক এই ছবির মাধ্যমে।