পরীমনির বান্ধবী হলেন সায়মন
সায়মন খুব ভালো ক্রিকেট খেলে। কিন্তু তার বন্ধু পরীমনির দল কিছুতেই খেলায় জিততে পারে না। প্রতি বছর কলেজের ক্রিকেট খেলায় তারা হেরে যায়। তাই পরীর বান্ধবী হয়ে মেয়ে সেজে সায়মন প্রমীলা ক্রিকেট টিমের হয়ে খেলতে নামে। ভালো খেলে জিতিয়ে দেয় দলকে। এমনই একটা দৃশ্যের শুটিং হচ্ছে অপূর্ব রানা পরিচালিত ‘পুড়ে যায় মন’ ছবির লোকেশনে। ঢাকার অদূরে কবিরপুর ফিল্মসিটির পাশে একটি কলেজের মাঠে শুটিং করছেন বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন পরিচালক।
পরিচালক অপূর্ব বলেন, ‘আমাদের এই ছবির কিছু অংশ বাকি ছিল। দেশের অস্থিতিশীল পরিবেশের জন্য কিছু দিন শুটিং বন্ধ ছিল। সময় মেলাতে না পারলে ছবি শেষ করতে পারব না তাই বাধ্য হয়ে শুটিং করতে হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন লোকেশনে ছবিটির চিত্রগ্রহণ করা হয়েছে। কলেজ জীবনের প্রেমের গল্প নিয়ে ছবিটি আমরা নির্মাণ করছি, আশা করি দর্শকদের ভালো লাগবে।’
অপূর্ব আরো বলেন, ‘সায়মনকে দর্শক একাধিক ছবিতে পরীর নায়ক হিসেবে দেখতে পাবে। কিন্তু আমরাই প্রথম পরীর বান্ধবী হিসেবে সায়মনকে দশর্কদের সামনে নিয়ে আসছি। মেয়েদের সাজে এবারই প্রথম ক্যামেরার সামনে হাজির হচ্ছেন সায়মন। খেলার এই অংশটি দর্শকদের আলাদা আনন্দ দেবে। আমরা কিছুদিনের মধ্যে গানের অংশের শুটিং শুরু করব। সব ঠিক থাকলে জুনের প্রথম সপ্তাহে ছবিটি মুক্তি দিতে পারব বলে আশা করি।’