বৈশাখের উৎসবে শাকিব খানের আক্ষেপ
“পয়লা বৈশাখ আমাদের দেশের মানুষের কাছে সবচেয়ে বড় উৎসব। কারণ এই একটি উৎসবে কোনো জাতি-ধর্ম-বর্ণ ভেদাভেদ থাকে না, সবাই একসঙ্গে এককাতারে এসে আনন্দ করে। তারপরও এই দিনে আমার মনটা ভালো নেই। যাঁরা বৈশাখের উৎসবে সিনেমা হলে যাবেন, তাঁদের সঙ্গে আমি থাকতে পারব না। কারণ আমার ‘চালবাজ’ ছবিটি বাধার মুখে মুক্তি পায়নি।” স্কটল্যান্ড থেকে ফোনে এনটিভি অনলাইনের কাছে এভাবেই দুঃখ প্রকাশ করেন শাকিব খান।
শাকিব বলেন, ‘আমি চেষ্টা করছি ভালো ছবি দিয়ে দর্শক ধরে রাখতে। সারা রাত জার্নি করে এসে বাসায় না গিয়ে এফডিসিতে মহরত করে শুটিং করে রাতে বাসায় যাই। গত দুই বছরে আমি কত দিন বিশ্রাম নিয়েছি, তা গুনে বলে দিতে পারব। তারপর সব কষ্ট ম্লান হয়ে যায়, দর্শক যখন আমার ছবি দেখে তৃপ্তি পায়।’
শাকিব আরো বলেন, “আমার ছবি মুক্তিতে কেন এত বাধা, আমি বুঝি না। কলকাতার অন্য শিল্পীদের ছবি আমাদের দেশে ঠিকই মুক্তি পাচ্ছে। তখন কেউ বাধা দিচ্ছে না। অথচ আমার ছবি মুক্তির সময় বাধা এলো। আমি তো দিন শেষে বাংলাদেশের মানুষ। প্রত্যকটা দেশের শিল্পীর নাম লেখার সময় তাঁর দেশের নাম লেখা হয়। সে হিসেবে আমি দেশের প্রতিনিধি হিসেবে কাজ করছি। এখন ‘চালবাজ’ যদি কলকাতার ছবি হয়, তা হলে সমস্যা কী? জিৎ ও দেব অভিনীত কলকাতার ছবি তো আমাদের দেশের সিনেমা হলে মুক্তি পাচ্ছে।”
যৌথ প্রযোজনার নতুন নীতিমালার কারণে ‘চালবাজ’ এখন ভারতের ছবি। সে হিসেবে ভারতে ছবিটি মুক্তি পেলেও বাংলাদেশে মুক্তি পাচ্ছে না। কলকাতার ছবি হিসেবেই সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশে প্রদর্শনের চেষ্টা করা হলেও প্রশাসনিক জটিলতার কারণে ছবিটি পয়লা বৈশাখে বাংলাদেশে মুক্তি পাচ্ছে না।
‘চালবাজ’ ছবিটি প্রযোজনা করেছে কলকাতার প্রতিষ্ঠান এস কে মুভিজ। জয়দীপ মুখার্জি পরিচালিত এই ছবিতে শাকিব ও শুভশ্রী ছাড়াও অভিনয় করেছেন রজতভ দত্ত, সুপ্রিয় দত্ত, সৈয়দ হাসান ইমাম, আশীষ বিদ্যার্থী প্রমুখ।
শাকিব খান বর্তমানে স্কটল্যান্ডে ‘ভাইজান এলো রে’ নামে একটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী ও পায়েল সরকার। ছবিটি পরিচালনা করেছেন ভারতের জয়দীপ মুখার্জি।