ভারতের ৬৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যাঁরা

Looks like you've blocked notifications!

ঘোষিত হয়েছে ভারতের ৬৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবারের আসরে জয়জয়কার ছিল ‘বাহুবলি ২ : দ্য কনক্লুশন’-এর। তিনটি বিভাগে পুরস্কার পেয়েছে ছবিটি। এ ছাড়া চলচ্চিত্র জীবনে নিজের শেষ ছবির জন্য পুরস্কার পেয়েছেন সম্প্রতি প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী। আসরে স্মরণ করা হয়েছে বলিউডের প্রয়াত আরেক কিংবদন্তি বিনোদ খান্নাকে। মরণোত্তর দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছেন এই তারকা। চলুন টাইমস অব ইন্ডিয়ার সৌজন্যে দেখে নিই ভারতের ৬৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ীদের নাম।

সেরা অভিনেত্রী : শ্রীদেবী (মম)

সেরা অভিনেতা : ঋদ্ধি সেন (নগরকীর্তন)

সেরা পরিচালক : জয়রাজ (ভায়ানাকাম)

সেরা চলচ্চিত্র : ভিলেশ রকস্টার (অসমি)

সেরা অ্যাকশন পরিচালনা : বাহুবলি ২ : দ্য কনক্লুশন

সেরা নৃত্য পরিকল্পনা : গণেশ আচারিয়া (গরি তু লাথ মার—টয়লেট এক প্রেম কথা)

সেরা স্পেশাল এফেক্ট : বাহুবলি ২ : দ্য কনক্লুশন

বিশেষ জুরি পুরস্কার : নগরকীর্তন (বাঙালি)

সেরা গানের কথা : মুথুরারথিনাম

সেরা সংগীত পরিচালনা : এ আর রহমান (কাত্রু ভেলিইদায়ি)

সেরা মেকআপ : রাম রাজাক (নগরকীর্তন)

সেরা কস্টিউম : গোবিন্দ মন্ডল (নগরকীর্তন)

সেরা প্রোডাকশন ডিজাইন : সান্তস রাজন (টেক অফ)

সেরা সম্পাদনা : রিমা দাস (ভিলেজ রকস্টার)

সেরা শব্দ পরিকল্পনা : ওয়াকিং উইথ দ্য উইন্ড

অডিওগ্রাফি (জায়গার শব্দ) : মালাইকা দাস (ভিলেজ রকস্টার)

সেরা জায়গার শব্দ সংগ্রহ : মালাইকা দাস (ভিলেজ রকস্টার)

সেরা মৌলিক চিত্রনাট্য : ভায়ানাকাম

সেরা চিত্রনাট্য : ভায়ানাকাম

সেরা নারী সংগীতশিল্পী : সাসা তিরুপাতি (কাত্রু ভেলিইদায়ি)

সেরা পুরুষ সংগীতশিল্পী : কে জে ইয়েসুদাস (পয় মারানজা-ভিসওয়াসপুরভাম মানসুর)

সেরা শিশু অভিনেতা : আনিতা দাস (ভিলেজ রকস্টার)

সেরা শিশুতোষ চলচ্চিত্র : মহরকা

পরিবেশ নিয়ে সেরা চলচ্চিত্র : ইরাদা

সেরা পরিচালনা : জয়রাজ (ভায়ানাকাম)

জাতীয় স্বার্থ নিয়ে সেরা চলচ্চিত্র : ধাপ্পা (মারাঠি)

নবাগত পরিচালকের সেরা চলচ্চিত্র : সিনজার

সেরা জনপ্রিয় এবং বিনোদন দেওয়া ছবি : বাহুবলি ২: দ্য কনক্লুশন