পয়লা বৈশাখে এফডিসিতে আয়োজন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/04/13/photo-1523623327.jpg)
পয়লা বৈশাখে সারা দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একসঙ্গে বরণ করেন নতুন বাংলা বছরকে। এফডিসিতেও একই চেতনা নিয়ে পালিত হয় বাংলা নববর্ষ।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, ‘সবার মতো আমরাও চলচ্চিত্রকর্মীরা একসঙ্গে দিনটি কাটাতে চাই। সব সদস্যকে এরই মধ্যে জানানো হয়েছে। আশা করি, সবাই অংশ নিচ্ছেন। অনেকেই আছে, যাঁরা চলচ্চিত্রে কাজ করেন, কিন্তু কখনো এফডিসিতে আসেননি, তাঁরাও আসছেন। বলা যেতে পারে, মিলনমেলায় পরিণত হবে এফডিসি।’
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘পয়লা বৈশাখ বাংলাদেশের সবচেয়ে বড় উৎসব। কারণ এখানে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না। আমরা সবাই ধর্ম-বর্ণ ভুলে উৎসবে মাতি। আজ পয়লা বৈশাখে আমরা এফডিসির শিল্পী ও কলাকুশলীরা একসঙ্গে সময় কাটাব, সকাল থেকেই বিভিন্ন আয়োজন থাকবে। শুধু পান্তা-ইলিশ নয়, বাউল গান সব রয়েছে আরো আয়োজন।’
এফডিসির আয়োজনটি সাধারণ দর্শকের জন্য নয়, জানিয়ে জায়েদ খান বলেন, ‘আগামীকাল এ উৎসবে বাইরের কোনো মানুষ কাজ ছাড়া এফডিসিতে প্রবেশ করতে পারবে না। এখানে চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীরা সবাই পরিবার নিয়ে আসবেন। আমরা সবাই একসঙ্গে সময় কাটাব। আমি শিল্পী সমিতি থেকে সবার জন্য এই আয়োজন করেছি।’
সহকারী পরিচালক সমিতির সভাপতি এসআই ফারুক বলেন, ‘সব সমিতির মতো আমরা সপরিবারে কালকের আয়োজনে থাকব, যেহেতু আমরা শুটিং নিয়ে বিভিন্ন জায়গায় থাকি। যাঁরা ঢাকায় আছেন, তাঁরা-আমরা একসঙ্গে সময়টা কাটাতে চাই। আমরা এক সমিতি, আরেক সমিতির সদস্যদের সঙ্গে আনন্দ করে সময় কাটাব।’